সিনেটের প্রতিবেদন অনুযায়ী, পুরনো সিপিইউতে উইন্ডোজ ১১ ইনস্টল করতে হবে তিনটি ধাপে–
১. উইন্ডোজ ১১ আইএসও ফাইল ডাউনলোড করে নিন:
প্রথমেই উইন্ডোজ ১১-এর আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। এজন্য মাইক্রোসফটের পেইজ থেকে স্ক্রল করে খুঁজে নিতে হবে ‘ডাউনলোড উইন্ডোজ ১১ ডিস্ক ইমেজ (আইএসও)। ‘সিলেক্ট ডাউনলোড’ ড্রপডাউন খুলে উইন্ডোজ ১১ বেছে নিতে হবে। ডাউনলোপ বাটন চেপে ঠিক করে নিতে হবে কোন ভাষার পণ্যটি ডাউনলোড করতে চান। ডাউনলোড ‘কনফার্ম’ করার পর ক্লিক করতে হবে ‘৬৪-বিট ডাউনলোড’ অপশনে। ৫.১ গিগাবাইটের ফাইলটি ডাউনলোড হতে হতে যেতে হবে দ্বিতীয় ধাপে।
২. সিপিইউ চেক এড়াতে উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করুন:
উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন “regedit”। এরপর এন্টার চাপলেই চলে আসবে রেজিস্ট্রি এডিটর। “Computer\HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Setup\MoSetup” এই পুরো লাইনটি “File, Edit, View, Favorites, Help” বক্সের নিচে পেস্ট করে অথবা ক্রমান্বয়ে “HKEY_LOCAL_MACHINE” ফোল্ডার থেকে “SYSTEM”, “Setup”, “MoSetup” ফোল্ডারে যান।
রাইট প্যানে রাইট ক্লিক করুন। তারপর “New > DWORD (32-bit) Value” ক্লিক করুন। ভ্যালুর নাম দিন “AllowUpgradesWithUnsupportedTPMOrCPU”। নতুন যে ভ্যালুটি তৈরি করলের তাতে ডাবল-ক্লিক করে “Value data”-এ “1” লিখুন। এবার “OK” চেপে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন।
৩. উইন্ডোজ এক্সপ্লোরারে আইএসও খুলে সেটআপ লঞ্চ করুন:
আইএসও ডাউনলোড হয়ে গেলে শুরু করুন তৃতীয় ও শেষ ধাপ। আইএসও ফাইলে রাইট-ক্লিক করে তারপর ভার্চুয়াল ডিস্ক মাউন্ট করার জন্য “Open with > Windows Explorer”-এ চাপুন। তারপর ইনস্টল করার জন্য সেটআপ ফাইলে ডাবল-ক্লিক করুন।
এতোদূর আসতে পারার মানে হচ্ছে রেজিস্ট্রি হ্যাক কাজ করেছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে সরাসরি ‘রিজেকশন মেসেজ’-এর বদলে সতর্কবার্তা দিতে পারে উইন্ডোজ। তবে, তার সঙ্গেও উইন্ডোজ ১১ ইনস্টল করার অপশনটি বহাল থাকবে। এভাবে উইন্ডোজ ১১ ইনস্টল করলে নিজের কোনো ডেটা হারানোর ভয়ও থাকে না।
তবে, এই পুরো প্রক্রিয়ার ভবিষ্যত ঝুঁকি হচ্ছে, যে কোনো সময় সিকিউরিটি আপডেট দেওয়া বন্ধ করে দিতে পারে মাইক্রোসফট। অর্থাৎ, এভাবে উইন্ডোজ ১১ ইনস্টল করলে তার দায়িত্ব নিতে হবে ওই ব্যবহারকারীকেই।
‘আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়’- এই...
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88016 777 00 555
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 98 07 99 88
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
সম্পাদক ও প্রকাশক: মো. ওয়াশিকুর রহমান
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix