বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে বাধা সৃষ্টিকারী বিভিন্ন অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক করেছে। কমিশন থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কমিশনের অনুমতি ব্যতিরেকে ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান মোবাইল অপারেটরদের অনুকূলে বরাদ্দকৃত তরঙ্গে (টুজি-থ্রিজি ইত্যাদি) কর্ডলেস টেলিফোন সেট এবং নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার, জিএসএম-থ্রিজি নেটওয়ার্ক বুস্টার, রিপিটারসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছে। যা মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আর এসকল কারণেই মোবাইল অপারেটদের নেটওয়ার্ক তরঙ্গে বাধার সৃষ্টি হচ্ছে, ইন্টারনেটের গতি কমছে, কলড্রপ বাড়ছে এবং সংযোগ পেতে গ্রাহকের সমস্যা হচ্ছে। এজন্য কডলেস টেলিফোন সেট, ওয়াকিটকি সেট, নেটওয়ার্ক আটকানো জ্যামারসহ বিভিন্ন বেতার যন্ত্রপাতি আমদানি, কেনাবেচা ও ব্যবহারে বিরত থাকতে বলা হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী,অনুমোদন ব্যতিরেকে এমন যন্ত্রপাতির ব্যবহার করলে কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
এদিকে অপারেটরগুলো বলছে, গ্রাহক পর্যায় থেকে শুরু করে কল করার পর রিসিভারের কাছে যাওয়া পর্যন্ত তারা ছাড়াও এনটিটিএন, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউসহ অনেকগুলো পক্ষ জড়িত। জ্যামারসহ অনাকাঙ্খিত বেতার তরঙ্গ অনেক কলড্রপের কারণ। অথচ এসবের বিরুদ্ধে কিছু করার কোনো ক্ষমতা অপারেটরদের নেই। আর একারণেই কলড্রপ সমস্যার সম্পূর্ণ সমাধান অপারেটরদের হাতে নেই।