ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে উন্মোচিত হবে স্যামসাং গ্যালাক্সি এস১১। তবে অধিকাংশেরই নজর থাকবে ফোনের ক্যামেরা মডিউলে। স্যামসাংয়ের নিজস্ব ক্যামেরা অ্যাপের কোডিংয়ে তেমনই কিছু ইঙ্গিত রয়েছে। খবর টেকরাডার।
এক্সডিএ ডেভেলপারস প্রকাশ করেছে যে, স্যামসাংয়ের ক্যামেরা অ্যাপের সর্বশেষ সংস্করণে ৮কে ভিডিও রেকর্ডিংয়ের রেফারেন্স রয়েছে। যার মাধ্যমে বোঝা যাচ্ছে সামনে আসতে যাওয়া এই স্মার্টফোনেই সুপার-হাই রেজ্যুলেশনের সিনেমা তৈরি করা যাবে।
এছাড়া রয়েছে ১০৮ মেগাপিক্সেল তোলার সুযোগ। আমরা ইতিমধ্যেই কয়েকবার ১০৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা গুঁজব শুনতে পেরেছি, যা বাস্তব হতে চলেছে।
এই বছরের প্রথম দিকে স্যামসাং অফিশিয়ালি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর উন্মোচন করে। তবে এখন পর্যন্ত সেটি নিজস্ব কোনো ব্যবহার করেনি স্যামসাং। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস১১ এ দেখা মিলবে ক্যামেরাটির।