বিশ্বের অন্যতম ক্যামেরা সেন্সর উন্নয়ন এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানই প্রথম ভোক্তা মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনের ৬৪ ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়েছিল। স্যামসাংয়ের বিশ্বাস এটা সবে শুরু। যে কারণে ৬০০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর উন্নয়নের কাজ করেছে প্রতিষ্ঠানটি। খবর জিএসএম এরিনা।
স্যামসাংয়ের সেন্সর ব্যবসা বিভাগের প্রধান ইয়নজিন পার্ক ৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের তথ্য প্রকাশ করে বলেন, তাদের এ সেন্সর মানুষের চোখ দূর থেকে কোনো বস্তুকে যতটা পরিষ্কার দেখে, তার চেয়ে ভালো কাজ করবে। এছাড়া গন্ধ বা স্বাদ শনাক্ত করতে পারবে এমন একটি সেন্সর নিয়েও কাজ চলছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আমরা শুধু ইমেজ সেন্সর বানাচ্ছি না, স্বাদ বা গন্ধ শনাক্ত করতে পারে এমন সেন্সর নিয়েও কাজ করছি। শিগগিরই মানব অনুভূতির চেয়েও ভালো কাজ করতে সক্ষম সেন্সর আসবে। অদৃশ্য বস্তুকে দৃশ্যমান করতে এ ধরনের সেন্সরের সম্ভাবনা নিয়ে আমরা রোমাঞ্চিত। আর মানব অনুভূতির বাইরে গিয়ে কাজ করার জন্য আমরা মানুষকে সহায়তা করব।