ই-মেইল স্প্যামে সব সময় প্রচুর মেইল আসে। এর অন্যতম কারণ, অনেক সাইট অনুমতি ছাড়া তথ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এ সমস্যারই সমাধান এনেছে মজিলা ফায়ারফক্স।
মজিলার একজন মুখপাত্র জানান, প্রাইভেট রিলে ফিচারটি এখন শুধু পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের আওতায় এলে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে
প্রযুক্তিবিষয়ক সাইট গিজমডো জানিয়েছে, ফায়ারফক্স ‘প্রাইভেট রিলে’নামে একটি পরীক্ষামূলক ফিচার এনেছে।
আর ওই ফিচারটির মাধ্যমে যখনই কোনও সাইট ব্যবহারকারীর কাছে তার ই-মেইল চাইবে ফায়ারফক্স তখন নিজে নিজেই বিভিন্ন রকম ই-মেইল ঠিকানা তৈরি করতে থাকবে যা ব্যবহারকারী চাইলে ব্যবহার করতে পারবে এবং মূল ই-মেইলের নিয়ন্ত্রণেই সেটি সেই সাইটে পাঠানো যাবে।