ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজার প্রতিদিন আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠছে এবং ইলেকট্রনিক ডিভাইস বেছে নেবার ব্যাপারে বর্তমানের টেকস্যাভি তরুণ প্রজন্ম খুবই খুঁতখুঁতে। শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো সবসময় তরুণ প্রজন্মের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত ফিচারে ডিভাইস নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশে নিয়ে এসেছে ‘এ সিরিজের’ নতুন ফোন অপো এ৩১।
অপো এ৩১ ফোনে আছে বিশাল ৬.৫ ইঞ্চি ৭২০x১৬০০ পিক্সেলের ন্যানো-ওয়াটারড্রপ ডিসপ্লে। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর এই স্ক্রিন তৃতীয় জেনারেশনের গরিলা গ্লাসে সুরক্ষিত এবং ৮৯ শতাংস স্ক্রীন-টু-বডি অনুপাতে আপনার প্রতিদিনের বিনোদনে বাড়তি স্বাচ্ছন্দ্য প্রদান করবে। পাশাপাশি ডিসপ্লেতে অ্যাই প্রোটেকশন স্ক্রিন ফিল্টার ক্ষতিকর নীল আলো থেকে আপনার চোখকে নিরাপত্তা প্রদান করে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে সাহায্য করবে। মাত্র ৮.৩ মিমি পুরুত্ব এবং ১৮০ গ্রামের ফোনটি এক হাতেই চমৎকারভাবে ব্যবহার করা যাবে।
শুরু থেকেই অপো স্মার্টফোনগুলো ক্যামেরার জন্য জনপ্রিয়তা লাভ করে। এ৩১-এও এর ব্যতিক্রম হয়নি। ফোনটির পেছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে ১২ মেগাপিক্সেলের লেন্স যা এফ/১.৮ এর বিশাল অ্যাপারচারে কম আলোতেও চমকপ্রদ ছবি তুলতে সক্ষম। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আপনাকে চারপাশে ছড়িয়ে থাকা সৌন্দর্য যেমন ফুটন্ত ফুলের ওপর সকালের শিশিরের অসাধারণ ছবি তুলতে অনুপ্রাণিত করবে। এ দুটোর পাশাপাশি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পোর্টেটে অসাধারণ বোকেহ ইফেক্ট প্রদান করবে। ক্যামেরার কালার মোডে উন্নত পিক্সেল-ম্যাপিং কালার অ্যালগরিদমে প্রতিটি ছবিতে আপনি পাবেন অসাধারণ রঙ। যেখানেই থাকুন না কেন, আলো যতই কম হোক, ৮ মেগাপিক্সেলের এফ/২.৮ ফ্রন্ট ফেসিং এআই বিউটিফিকেশন ক্যামেরা আপনাকে দিবে অসাধারণ সব সেলফি।
উন্নত ক্যামেরার পাশাপাশি অসাধারণ পারফর্যান্সের জন্য অপো এ৩১ এ আছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী এমটি৬৭৬৫ভি চিপসেট। ৪ গিগাবাইট র্যাম এবং অক্টা-কোর প্রসেসরে সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজের অনন্যসাধারণ গতিতে কাজ করতে পারে, যা দৈনন্দিন সকল কাজ ও গেমিং এ আপনাকে দেবে এক অতুলনীয় অভিজ্ঞতা। এ৩১ এ রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার পরিপূর্ণ চার্জ আপনাকে দেবে ১৪ ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, অথবা ৭ ঘন্টা পর্যন্ত অনলাইন গেমিং, কিংবা একটানা ১১০ ঘন্টা অডিও প্লেব্যাক। এছাড়াও উন্নত সিকিউরিটি অ্যালগরিদমে ফেসিয়াল আনলক ও ফিঙ্গারপ্রিন্ট আনলক এখন আরো বেশি নিরাপদ। আপনাকে আরো উন্নত অডিও এক্সপেরিয়েন্স দেয়ার জন্য ফোনটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে।
অপো এ৩১-এ রয়েছে ১২৮ গিগাবাইটের বিশাল স্টোরেজ। পাশাপাশি তিন কার্ড স্লট (ডুয়াল সিম + মাইক্রোএসডি) থাকায় একই সাথে দুইটি সিম ছাড়াও ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এই বিশাল স্টোরেজে এখন আপনার প্রিয় মুহূর্তের ছবি বা ভিডিও ধারণে কিংবা পছন্দের গানগুলো ডাউনলোড করে রাখতে চিন্তায় পড়তে হবে না। বড় স্টোরেজে যোগ হবে বাড়তি আনন্দ।
‘কুল চয়েজ অব সামার’ অপো এ৩১ দুটি রঙ- ফ্যান্টাসি হোয়াইট এবং মিস্ট্রি ব্ল্যাকে পাওয়া যাচ্ছে। চমৎকার সব ফিচারে ১৬,৯৯০ টাকার এই ডিভাইজটি খুব সহজেই স্মার্টফোন উৎসাহীদের আকৃষ্ট করবে।