বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন স্বচালিত গাড়ির প্রযুক্তি স্টার্টআপ জুক্সকে কিনছে। এ অধিগ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হচ্ছে ১২০ কোটি ডলারের বেশি অর্থ। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, জুক্সকে নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে অ্যামাজনের সক্ষমতা বাড়বে। দীর্ঘদিন ধরে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে। স্বচালিত গাড়ি প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। অবশ্য অ্যামাজনের জুক্সকে অধিগ্রহণের মূল্য ১২০ কোটি ডলারের বেশি বলা হলেও সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। শিগগিরই এ অধিগ্রহণ চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তখন প্রকৃত অধিগ্রহণ মূল্য সম্পর্কে জানা যাবে।
আরেক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এ হাতবদলে অর্থ ফেরত পাচ্ছেন জুক্সের বেশির ভাগ বিনিয়োগকারী। লাক্স ক্যাপিটাল, ডিএফজি ও অ্যাটলাসিয়ানের সহপ্রতিষ্ঠাতা মাইকেল ক্যানন-ব্রুকসও জুক্সের বিনিয়োগকারীদের একজন।
অ্যামাজনের জুক্স অধিগ্রহণ বিষয়ে গত মাসে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
২০১৮ সালে ৩২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিল জুক্স। তবে অধিগ্রহণ চুক্তিমূল্য প্রতিষ্ঠানটির প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেকটাই কম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।
সাম্প্রতিক সময় স্বচালিত গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে অ্যামাজন। চলতি বছরের শুরুর দিকে স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশনের তহবিল সংগ্রহের উদ্যোগেও অংশ নিয়েছিল প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের ভাষ্যে, স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠান ক্রয় অ্যামাজনের ব্যবসার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সাম্প্রতিক সময় এ ধরনের স্টার্টআপ নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি আগ্রহের পেছনে বড় ধরনের কোনো ব্যবসার পরিকল্পনা রয়েছে। এটা হতে পারে, স্বচালিত গাড়ির মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে সব খাতের প্রতিষ্ঠানকে নতুন করে ভাবতে হচ্ছে।