আমরা অনেকেই কম্বেশি গেমিং করি তাই না? গেমিং এর দিক দিয়ে অনেকে এন্ড্রোইড আবার অনেকে পিসি গেমিং করি। কিন্তু আমরা কি এর আগে ভেবেছি যে কম্পিউটার থেকেও অ্যান্ড্রয়েড গেমিং করা সম্ভব? অনেকের কাছে ফোনে গেমিং করতে তেমন একটা ভাল লাগে না কারণ এখানে ডিস্প্লে ছোট আর কন্ট্রোলিং করার সময় আঙুলের জন্য কিছু অংশ দেখা যায় না। এই রকম সমস্যা অনেক গেমারেরই হয়ে থাকে।
কিন্তু এই সমস্যার সমাধান আছে কম্পিউটারে। হ্যাঁ, আপনি পাবজি মোবাইল, ফ্রি ফায়ার বা কল অব ডিউটি সহ যেকোন অ্যাপ্লিকেশান আপনার উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমে রান করাতে পারেন। এর জন্য আপনাকে সবার আগে একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর ইন্সটল করতে হবে।
ইন্টেরনেটে এখন অনেক ইমুলেটর আছে তবে সেগুলোর মধ্যে সবচেয়ে ভাল হলো ব্লুস্ট্যাক্স। এটি বিশ্বের এক সবথেকে বেশি ডাউনলোড ও ব্যবহারকৃত ইমুলেটর। এটা ইন্সটল করে আপনাকে শুধু প্লে স্টোরে গিয়ে সাইন ইন করে আপনি কোন গেম বা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চান তা ডাউনলোড করে ফেলুন ঠিক যেমন আপনি নিজের অ্যান্ড্রয়েড ফোনে গেম ইন্সটল করতেন।
এইবার শুধু হোম পেজে ফিরে গিয়ে কাঙ্ক্ষিত গেম বা অ্যাপ্লিকেশান চালু করুন। হুবুহু একইরকম দেখাবে আর সেই গেমে ব্লুস্ট্যাক্স নিজে থেকেই একটা কি বোর্ড কন্ট্রোলার দিয়ে দেবে। আর পাশাপাশি বড় পর্দায় গেমিং করার সময় সবকিছু আগের চাইতে পরিষ্কার ও ভাল দেখাবে।
তাই যদি আপনি বা আপনার আশেপাশের কেউ যদি বলে থাকে যে উইন্ডোজ এ এন্ড্রইড গেম খেলা সম্ভব না তাহলে তাকে এই লেখাটি পড়তে দিন।