টিসিএল মোবাইল বেশ পুরাতন একটি মোবাইল ব্র্যান্ড এবং এটি বেশ ভাল সার্ভিস দিয়ে আসছে। গত মাসের ২৯ তারিখে টি সি এল১০ ৫জি ইউ ডব্লিউ মোবাইটির রিলিজ দেওয়া হয়েছে।
চলুন কথা না বাড়িয়ে মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি।
মোবাইলটির ডিসপ্লে নিয়ে যদি বলা যায় তাহলে বলি মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি দেওয়া হয়েছে। এবং রেজুলেশন দেওয়া হয়েছে ২৩৪০*১০৮০ পিক্সেল ও ৩৯৫ পি পি আই। ডিসপ্লেটি এল সি ডি বটে। স্ক্রিনের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ঘর্ষণ প্রতিরোধী গ্লাস কর্নিং গরিলা গ্লাস ৩।
চলুন এবার মোবাইল ফোনটির হার্ডওয়্যার নিয়ে আলোচনা করা যাক:
মোবাইলটির চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৭৬৫ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬২০। টি সি এল১০ ৫জি ইউ ডব্লিউ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম আরো দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। ফোনের ভেতরে দেওয়া আছে ১২৮ জিবি স্টোরেজ তার মধ্যে আপনি ব্যাবহার করতে পারবেন ১০১ জিবি স্টোরেজ। এছাড়া আপনি অতিরিক্ত ভাবে ব্যাবহার করতে পারবেন ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড। হার্ডওয়্যার নিয়ে আলোচনা করে বোঝা গেল দারুন ফিচার দেওয়া আছে মোবাইলটিতে তার ফলে অত্যন্ত হাই রেজুলেশন এর ভিডিও খুব সহজে স্ট্রিমিং করা যাবে। এছাড়া অনেক হাই কোয়ালিটির গেম খেলতে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। টি সি এল১০ ৫জি ইউ ডব্লিউ মোবাইলটির ব্যাটারি দেওয়া হয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ফাস্ট চার্জিং এর জন্য রয়েছে কোয়ালকম কুইক চার্জ ৩.০। সর্বোচ্চ চার্জ এর গতি ক্যাবলের মাধ্যমে ১৮ ওয়াট।
চলুন এবার আলোকপাত করা যাক মোবাইলের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যামেরা নিয়ে:
টি সি এল১০ ৫জি ইউ ডব্লিউ মোবাইলে ব্যাবহার করা হয়েছে বর্তমানের সর্বাধিক ব্যাবহৃত ত্রিপল রিয়ার ক্যামেরা। প্রাথমিক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল এর, আল্ট্রাওয়াইড ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এর এবং মাক্রো ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এর। ভিডিও রেকর্ড করার ক্যামেরা গুলো যথাক্রমে ৩৮৫০*২১৬০। ৩০ এফ পি এস, ১৯২০*১০৮০। ২৪০ এফ পি এস, ১২৮০*৭২০। ২৪০ এফ পি এস।
সেলফি ক্যামেরাটি দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। সেলফি ক্যামেরাটির ও ভিডিও ক্যাপচার ১৯২০*১০৮০ ফুল এইচ ডি। মোবাইলটির ওজন করা হয়েছে মাত্র ২১০ গ্রাম।ব্যাক সাইডে নিরাপত্তার জন্য দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস ৫। সিকিউরিটির জন্য দেওয়া আছে ফেস আনলক, ফিংগারপ্রিন্ট টাচ সহ যাবতীয় সুবিধা। টি সি এল১০ ৫জি ইউ ডব্লিউ মোবাইল ফোনটির মূল্য নির্ধারন করা হয়েছে ৪০০ ডলার। খুব সীঘ্রই আমাদের এই দিকে মোবাইলটি পাওয়া যাবে আপনি ব্যবহার করে দেখতে পারেন, বেশ ভাল হবে ফোনটি।