ট্যুর ফর সোশ্যাল গুডস” নিরাপদ ভ্রমণ প্রচারের মাধ্যমে পর্যটন খাতকে জাগিয়ে তুলবে। তারই ধারাবাহিকতায় সেবাধর্মী সংগঠন ব্লাডম্যানের উদ্যোগে একদল তরুণ ছুটে গিয়েছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। সেখানে ৩১৭ জন মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা ছাড়াও বৃক্ষরোপন কর্মসুচী,বিচ ক্লিনিং এবং করোনা কালীন নিরাপদ ভ্রমণ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও সংগঠনটি মানসিক স্বাস্থ্য সেবা ও মেয়েলি সমস্যা নিয়ে আলাদা করে সেমিনার করে।
ব্লাডম্যানের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন
“বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপে স্বাস্থ্যসেবা খুবই জরুরী হয়ে পড়েছে। আমরা সোশ্যালী ডিস্টেন্সড হয়েও ডিজিটালি কানেক্টেড হয়ে টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে চাই। আমরা শীঘ্রই ব্লাডম্যান এবং আইডিয়া প্রজেক্টের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা এখানে নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করব।
তিনি সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে ঔষধ বিতরনের জন্য তুরষ্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের বন্ধু, তুরস্কের জনগণ ও সরকারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।”তিনি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।
পরে প্রতিমন্ত্রী সংগঠনের যে উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ব্লাডম্যান সংগঠনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।