ফাস্ট চার্জার নিয়ে আসার প্রতিযোগিতায় অন্য সমস্ত কোম্পানির চেয়ে কিছুটা এগিয়ে শাওমি। ইতিমধ্যেই চীনা কোম্পানিটি ১২০ ওয়াট চার্জারের সাথে স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। এবার শাওমি ৫৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত একটি চার্জারের ওপর কাজ করছে। সম্প্রতি এই চার্জারটি (Xiaomi 55W Fast Charger) 3C সার্টিফিকেশন পেল৷ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন টুইট করে খবরটি জানিয়েছেন৷ সার্টিফিকেশন সাইটে এই পাওয়ার অ্যাডাপ্টারের মডেল নম্বর ছিল MDY-12-EQ৷ এটি ৫V/২A, ৯V/৩A, ২০V/২.৫A এবং ১১V/৫A এর মতো চার্জিং রেট সাপোর্ট করবে৷
যদিও এই ৫৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টের সাথে প্রথম কোন ফোন লঞ্চ হতে পারে তা অবশ্য জানা যায় নি। তবে ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, আগামী বছর থেকে শাওমির মিড-রেঞ্জ থেকে হাই-ইন্ড ফোনগুলি এই ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে।
এদিকে Gizmochina কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাওমি মি ১১ সিরিজে সর্বপ্রথম এই ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। প্রসঙ্গত স্যামসাংয়ের Galaxy S21 সিরিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য জানুয়ারিতেই শাওমি মি ১১ Series লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট থাকবে বলে জল্পনা চলছে।
প্রসঙ্গত আগামীকাল ভারতীয় সময় বিকেল ৫.৩০ ঘটিকায় শাওমি চীনে লঞ্চ করতে চলেছে Redmi Note 9 সিরিজ। এই সিরিজে Redmi Note 9 5G, Redmi Note 9 Pro 5G ও Redmi Note 9T ফোন ছাড়াও শাওমি কতগুলি স্মার্ট ডিভাইস লঞ্চ করতে পারে। এদের মধ্যে Redmi Note 9 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৭২০জি চিপসেট থাকতে পারে।