সাবাংগী’ চাকমা শব্দ, অর্থ- কর্মসঙ্গী। চাকমা, মনিপুরী, তনচংগ্যা, গারো, মারমা সম্প্রদায়ের আদিবাসীরা মিলে আয়োজন করেছে সাবাংগী মেলা।
রাজধানীর মিরপুর কাজীপাড়া হেবাং রেস্টুরেন্টে গত ১৯ ফেব্রুয়ারী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলেছে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত। এর আগেও সাবাংগী ২ বার মেলা আয়োজন হয়েছে কাজীপাড়া হেবাং রেস্টুরেন্টে।
হেবাং রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা এবং সাবাংগী মেলা আয়োজক সদস্য বিপলি চাকমা টেকজুম কে বলেন, সাবাংগী মেলা মূলত আদিবাসীরা সম্প্রদায়ের মিলন মেলা । এই মেলা শুধুমাত্র পাহাড়ি অনলাইন উদ্যোক্তাদের হলেও সবাই জন্য এই মেলা উন্মুক্ত ছিল ।
২৭ জন আদিবাসী উদ্যোক্তা অংশ নিয়েছে সাবাংগী মেলায়। পিনন হাদি, আলছোড়া, আজুলি, হুজি হারু, পয়সা মালা, চোকার, ধুতি-পাঞ্জাবি, কাটায় নেকলেস, হ্যান্ডমেড হারবাল প্রোডাক্ট, টাই-ডাই পোশাক, ব্যাগ, মনিপুরী শাড়ি, শুটকি, নিজ সম্প্রদায়ের জুয়েলারি সহ শতাধিক আদিবাসী পণ্যের প্রদর্শনী সাজিয়েছে এ মেলায়। উদ্যোক্তারা জানায় নিজেরা পণ্য উৎপাদন করে অফলাইনের পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে বিক্রি করছে নিজেদের উৎপাদিত পণ্য।
মেলা ঘুরে দেখা গেছে এবং উদ্যোক্তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ক্রেতা ও দর্শনার্থী হিসেবে শুধু আদিবাসীরাই নয় বাঙালিদেরও সাবাংগী মেলায় অংশগ্রহণ করেছে।