আরিফিন পারভিন লিজা ১৯৮৩ সালের ১ ফেব্রুয়ারী কুমারখালী পৌরশহরে কুণ্ডু পাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা মোঃ তোফাজ্জেল হোসেন, তিনিও একজন ব্যবসায়ী। মা আফরোজা খাতুন এক জন গৃহিণী। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০১৬ সালে কুমারখালী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। তার উদ্যোগের নাম “আরিফিন’স ড্রিম”।
উদ্যোক্তা হওয়ার কারণ সম্পর্কে লিজা বলেন, চাকরি করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করতে পারলে নিজেকে খুব ভালো লাগবে আর অন্যের ভালোবাসাও পাওয়া যাবে। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমার স্বপ্নগুলো পুরণের জন্যই আমি উদ্যোক্তা হয়েছি’।
তিনি বলেন, “আরিফিন’স ড্রিম” ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য এনে থাকি। পণ্যের মধ্যে রয়েছে কুমারখালীর বিখ্যাত মিষ্টি, শাড়ি, থ্রিপিস, বেডসিট, পিলোকভার, শোপিস ইত্যাদি।
তিনি বলেন, ‘আমি ২০২০ সালে ফেসবুকে আরিফিন’স ড্রিম” নামে পেজ খুলে কাজ শুরু করি । তবে ২০২০ সালের ২২ জুলাই ফেসবুকভিত্তিক ই-কর্মাস গ্রুপ উইতে জয়েন্ট হওয়ার পর নিয়মিত পোস্ট দেখতাম। সেখান থেকে আবার কাজ শুরু করার ইচ্ছা জাগে। পরে আমার স্বামী তখন আমায় সাপোর্ট দেয়। তখন আমি কাজ শুরু করি। আমি আমার পেজ ‘আরিফিন’স ড্রিম’-এর মাধ্যমে কুমারখালীর বিখ্যাত মিষ্টি, শাড়ি, থ্রিপিস, বেডসিট, পিলোকভার, শোপিস ইত্যাদি বিক্রি করি। শুধু উই গ্রুপেই আমার ১২ লাখ টাকার পণ্য বিক্রি হয় ।’
মিষ্টির পাশাপাশি খাঁটি গাওয়া ঘি ঘানি ভাঙা সরিষার তেল, আউশের লাল চাউল, চাক ভাঙা মধু খেজুরের গুড় পাটালি নিয়ে কাজ করছে লিজা । তিনি জানান সামনে আমা এলাকার ফরমালিন মুক্ত আম বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেয়ার আশা রাখি। মাত্র ৫৫ দিনে লাখোপতি হয়েছিলাম এবং ১৭৪ তম দিনে কুষ্টিয়া জেলার প্রথম মিলিয়নিয়ার হই।