সম্প্রতি প্রায় সব অ্যাপল ডিভাইসে সফটওয়্যার আপডেট পৌঁছেছে। আপডেটের পর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার অবশ্যই অ্যাপল ওয়াচের মাধ্যমে আইফোন আনলক করার সুবিধা। নতুন এই ফিচারে মাস্ক পরা অবস্থাতেও সহজেই ফেসআইডিকে পাশ কাটিয়ে আপনার আইফোন আনলক করা যাবে।
এই জন্য কী কী প্রয়োজন?
ফেসআইডিসহ একটি আইফোন (আইফোন এক্স বা তার থেকে নতুন মডেল) থাকতে হবে। আইওএস ১৪.৫ বা তার বেশি আপডেটের ওএস। অ্যাপল ওয়াচ সিরিজ ৩ বা তার বেশি, সঙ্গে ওয়াচওএস ৭.৪ বা তার বেশি। আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ পেয়ার থাকতে হবে। থাকতে হবে ওয়াইফাই এক্সেস।
ব্লুটুথ অন থাকতে হবে। অ্যাপল ওয়াচে পাসকোড ও রিস্ট ডিটেকশন অন থাকতে হবে।
অ্যাপল ওয়াচ থেকে আইফোন আনলক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন
স্টেপ ১। আইফোনে সেটিংস ওপেন করুন
স্টেপ ২। ফেস আইডি অ্যান্ড পাসকোড সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার আপনার আইফোনের পাসকোড টাইপ করুন।
স্টেপ ৪। এবার স্ক্রোল ডাউন করে ‘আনলক উইথ অ্যাপল ওয়াচ’ সিলেক্ট করুন।
স্টেপ ৫। এবার ফিচার এনেবেল করে দিন।
এর পর থেকে প্রত্যেকবার আপনার আইফোন আনলক হলে অ্যাপল ওয়াচে হ্যাপটিক ফিডব্যাক পাবেন। আপনি চাইলে আইফোনে লক বাটন ক্লিক করলে প্রত্যেকবার আপনাকে আইফোন আনলক করে পাসকোড দিতে হবে। যদিও অ্যাপল ওয়াচের মাধ্যমে আনলক হলে কোন ভাবেই ফেস আইডি ব্যবহার হবে না।