ইরান-ঘেঁষা ৩৬টি ওয়েবসাইট ব্লক করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তেহরানের হয়ে ওই ওয়েবসাইটগুলো থেকে ভুল তথ্য প্রচার হচ্ছিল বলে অভিযোগ তাদের। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন ডোমেইন ব্যবহার করে সেবায় ফিরেছে ওই ওয়েবসাইটগুলো।
যুক্তরাষ্ট্র যেসব ওয়েবসাইটকে ব্লক করেছে, তার মধ্যে রয়েছে ইংরেজি স্যাটেলাইট টিভি চ্যানেল প্রেস টিভি এবং আরবি টিভি চ্যানেল আল আলাম। ব্লকের কয়েক ঘণ্টা বাদেই আলআলাম ডট আইআর ও প্রেসটিভি ডট আইআর ডোমেইনের মাধ্যমে সেবায় ফিরে এসেছে।
হুথি নিয়ন্ত্রিত আরবি ভাষাভাষী মাসিরাহ টিভির পক্ষ থেকে ওয়েবসাইট ব্লকের বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে পৃথক একটি ডোমেইনের মাধ্যমে সম্প্রচার চালু রেখেছে তারা। ব্রিটেন থেকে সম্প্রচারিত আরবি ভাষাভাষী লুয়ালুয়া টিভিও সম্প্রচার বিভ্রাটের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ৩৩টি ওয়েবসাইটের ডোমেইনের মালিকানা ছিল একটি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির।