হোয়াটসঅ্যাপে ব্লু টিক যুক্ত হয়েছে আরও ৭ বছর আগে। মেসেজের পাশে একটি টিক মানে মেসেজটি পাঠানো হয়েছে, দুটি টিকের অর্থ মেসেজটি পৌঁছে গেছে। আর নীল রঙের দুটি টিক দেখালে বুঝতে হবে, সেই মেসেজ পড়াও হয়ে গেছে।
কিন্তু, হোয়াটসঅ্যাপে রয়েছে একটি বিশেষ প্রাইভেসি ফিচার। কেউ যদি চান, তবে এই ব্লু টিক ফিচার বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মেসেজ পাঠানোর পরে পড়া হয়ে গেলেও কখনই নীল টিক দেখাবে না। যদিও, একটি বিশেষ কৌশলে ব্লু টিক বন্ধ থাকেলও, সেই মেসেজ পড়া হয়েছে কি-না, জানা যাবে।
* যাকে মেসেজ পাঠিয়েছেন তার ব্লু টিক বন্ধ আছে কি-না, তা আগের কনভারসেশন থেকেই জেনে যাবেন।
* যদি মেসেজ পাঠানোর পর দেখেন দুটি ধূসর টিক, সেক্ষেত্রে বুঝবেন যে প্রাপকের কাছে মেসেজ পৌঁছে গেছে।
* অনেকক্ষণ হয়ে যাওয়ার পর রিপ্লাই না পেলে বুঝতে হবে, হয় তিনি মেসেজটি পড়েছেন। হয়তো পড়েও উপেক্ষা করছেন।
* এ বিষয়ে নিশ্চিত হতে একটি ভয়েজ মেসেজ পাঠান। তবে বেশি বড় নয়, ১-২ সেকেন্ডের মেসেজও পাঠালে চলবে।
* এর কারণ হচ্ছে টেক্সট মেসেজ সিন করার পরেও টিক ধূসর থাকলেও, ভয়েস মেসেজে নীল টিক আসে। ফলে সহজেই জেনে যাবেন উল্টো দিকের ব্যক্তি মেসেজ দেখেও ইগনোর করছেন কি-না।