নিজেদের রিটেইল আউটলেটগুলোতে অ্যাপলের আইফোন বিক্রির বিষয়ে আলোচনা স্থগিত করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এলজি। জুনে রিটেইল শপে আইফোন বিক্রির বিষয়ে অ্যাপলের সঙ্গে আলোচনায় বসেছিল এলজি। অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পর্যায়ে কিছু বাধার সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে এ আলোচনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠান দুটি।
এসএমই ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ছোট ও মাঝারি আকারের খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি গ্রাহকদের মধ্যে বিতর্ক সৃষ্টি হওয়ায় এলজি আলোচনা স্থগিত করেছে। এর পাশাপাশি গুঞ্জন উঠেছে, এলজির বিখ্যাত যেসব শপ রয়েছে, সেখানে অ্যাপলের পণ্য বিক্রির জন্য এলজি তার কর্মীদের প্রশিক্ষণ দেবে না।
দক্ষিণ কোরিয়া সরকারও প্রতিযোগিতার ওপর প্রাধান্য দিয়েছে। সেই সঙ্গে করোনা সংক্রমণের কারণে রিটেইল শপের ক্ষেত্রে এত বড় চুক্তি ছোট দোকানগুলোর ব্যবসা ও আয়কে হুমকির মুখে ফেলে দিতে পারে।
অন্যদিকে এলজি ও অ্যাপলের মধ্যকার চুক্তির বিষয়ে আরেক টেক জায়ান্ট স্যামসাং উদ্বিগ্ন বলেও প্রতিবেদনে জানানো হয়। কেননা এ দুই প্রতিষ্ঠান একত্রিত হলে হোম অ্যাপ্লায়েন্সের বাজারে আধিপত্য হারাবে স্যামসাং।