ফ্রি মোবাইল অ্যাপ দ্বারা, স্বয়ংক্রিয়ভাবে করোনার লক্ষণগুলো যাচাই করে সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিকে চিহ্নিত করে সুচিকিৎসার ব্যবস্থা ও সুস্থ ব্যক্তিদের সংক্রমণের হাত থেকে নিরাপদে রাখার ব্যবস্থা করবে ‘ডিফেন্স করোনা’ অ্যাপ।
‘করোনার সঙ্গে লড়াই, আসুন করি সবাই’ এ স্লোগান নিয়ে অ্যান্ড্রোয়েট ও আইওএস অ্যাপ্লিকেশন টাইপের এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
প্রাণঘাতী করোনার ভয়াল থাবায় দেশ যখন স্থবির, ঠিক তখনই পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম রহমান উদ্ভাবন করলো বিস্ময়কর ‘ডিফেন্স করোনা’ অ্যাপটির। সিয়াম স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্য।
সংগঠনটির ব্যবস্থপনায় ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় পটুয়াখালী জেলা প্রশাসনের ৪২তম জাতীয় বজ্ঞিান ও প্রযুক্তি সপ্তাহে প্রোটোটাইপ প্রজক্টেটি উপস্থাপন করে পটুয়াখালী জেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকারও করেছে সিয়াম। পরে ততকালীন জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী অ্যাপের কার্যক্রম নিয়ে সিয়ামকে উৎসাহ দিলেও টাকার অভাবে তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। বর্তমানের অ্যাপের কয়েকটি ফিচার সক্রিয়ভাবে কাজ করছে।