নিজস্ব ‘ভার্চুয়াল প্রাইভেসি নেটওয়ার্ক’ বা ভিপিএন সেবার সঙ্গে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ অ্যাড-অন সমন্বয়ের সেবা চালু করছে ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মোজিলা। ব্রাউজারে পেশাদারি আর ব্যক্তিগত ব্রাউজিং হিস্ট্রির মতো বিষয়গুলো আলাদা রাখে ওই কনটেইনার।
মোজিলা ফায়ারফক্সে অ্যাড-অন হিসেবে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ ব্যবহারের সেবা চালু করেছে ২০১৭ সালে। ধরন ভেদে পেশাদারি বা ব্যক্তিগত কাজের ট্যাবগুলোর ডেটা আলাদা করে সংরক্ষণ করে কনটেইনারগুলো। ভিন্ন ভিন্ন রং, আইকন বা আলাদা নাম দিয়েও চিহ্নিত করা যায় কনটেইনার।
কেবল ব্রাউজিং হিস্ট্রি আলাদা করে সংরক্ষণ করে না ওই কনটেইনারগুলো, এতে আলাদা করে জমা থাকে ‘কুকি’ আর ব্যবহারকারীকে ট্র্যাকিংয়ের তথ্য। অর্থাৎ, কেবল কনটেইনার পাল্টেই একই ওয়েবসাইটের একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন ব্যবহারকারী।
তবে, মোজিলা ভিপিএনের সঙ্গে অ্যাড-অন’টির সমন্বয়ের বাড়তি সুবিধা আছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মোজিলার নিজস্ব ব্লগ পোস্টে দেওয়া ব্যাখ্যা বলছে, অনলাইনে প্রতিটি কাজের জন্য প্রয়োজনে আলাদা আলাদা সার্ভারে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারী। যেমন, একজন ব্যবহারকারী দেশের বাইরে থেকেও নিজের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চাইলে, অ্যাড-অন দিয়ে একটি ট্যাবে আশপাশের কোনো দোকান খুঁজতে খুঁজতেই আরেকটি ট্যাবের মাধ্যমে তিনি যে শহরের স্থায়ী বাসিন্দা, সেখানকার কোনো সার্ভার ব্যবহার করে ব্যক্তিগত ব্যাংক হিসাব দেখতে পারবেন।
‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ অ্যাড-অনের সঙ্গে ‘মোজিলা ভিপিএন’ সমন্বয়ের মাধ্যমে ওয়েবে ব্যবহারকারীর কর্মকাণ্ড গোপন রাখা আরো সহজ হবে বলে মন্তব্য করেছে ভার্জ। এই কৌশল অবলম্বন করলে ব্যবহারকারী কোথা থেকে ওয়েবসাইট ব্যবহার করছেন, সার্ভারের জন্য সেটি নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়।
ভিপিএনের সঙ্গে ‘কনটেইনার’ অ্যাড-অন সমন্বয়ের মাধ্যমে একই সময়ে দুটি ভিন্ন দেশে কোন ইউটিউব ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে সেটা যেমন জানতে পারবেন ব্যবহারকারী, তেমনি পেশাদারি আর ব্যক্তিগত কাজের অ্যাকাউন্টগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টায় থাকা নজরদারিও এড়াতে পারবেন তারা।
প্রযুক্তি সেবার বাজারে ‘মোজিলা ভিপিএন’-এর অভিষেক হয়েছে ২০২০ সালে। গেল বছরের সেপ্টেম্বর মাসে সেবাটির ডেস্কটপ সংস্করণে ‘মাল্টি-হপ’ ফিচার যোগ করেছিল মোজিলা। ওই ফিচারটিতে ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ড গোপন রাখতে দুটি আলাদা সার্ভার ব্যবহৃত হয়। ফিচারটি সম্প্রতি মোজিলা ভিপিএনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণেও যোগ করার ঘোষণা দিয়েছে ফায়ারফক্স নির্মাতা।
মোজিলার সাপোর্ট পেইজেই মিলবে ‘মোজিলা ভিপিএন’-এর সঙ্গে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ সমন্বয়ের নির্দেশিকা। মোজিলা ভিপিএন তুলনামূলক নতুন সেবা হলেও, ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’-এর মতো ফিচারগুলো সমন্বয়ের সুযোগ ব্যক্তিগত গোপনতা বজায় রাখতে আগ্রহী ব্যবহারকারীদের সেবাটিতে আকৃষ্ট করতে পারে বলে মন্তব্য ভার্জের।