স্মার্টফোন কোম্পানিগুলো চার্জিং প্রযুক্তিতে একের পর এক চমক নিয়ে আসছে। রিয়েলমি, অপো দ্রততম চার্জিং প্রযুক্তির ফোন বাজারে নিয়ে আসছে। কিছুদিন আগে ঘোষণা হয়েছে, ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে বাজারে আসছে রিয়েলমি। এবার ১৫০ ওয়াটের সুপারভিওওসি ফ্ল্যাশ চার্জার নিয়ে এসেছে ওয়ানপ্লাস। খবর এনগ্যাজেট।
এই চার্জার মাত্র ১৫ মিনিটে ৪ হাজার ৫০০ এমএএইচের ডুয়াল-সেল ব্যাটারিকে ফুল চার্জ করতে সক্ষম হবে।
১৫ মিনিটে ফুল চার্জ হলেও এর কুইক চার্জিং প্রযুক্তি মাত্র পাঁচ মিনিটে ব্যাটারিকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করবে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের সাথে এই চার্জার ও চার্জিং প্রযুক্তি আসবে।
রিয়েলমি তাদের জিটি নিও ৩ ফোনে একই চার্জার ব্যবহার করেছে। এটি হবে বিশ্বের প্রথম ফোন যেটিতে ১৫০ ওয়াটের সুপারভিওওসি নিয়ে আসছে। ফলে রিয়েলমির পর ওয়ানপ্লাসের পরবর্তী ফোনেই এটির দেখা মিলবে।
অপো সর্বশেষ ২৪০ ওয়াটের সুপারভিওওসি এর টিজার প্রকাশ করেছে। এর মাধ্যমে মাত্র নয় মিনিটে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম হবে।