বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে সহায়তার চমৎকার সম্ভাবনা দেখছে ইউরোপীয় ইউনিয়ন। দেশের সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে বৈঠকের পর উচ্ছাস প্রকাশ করেছে ইউরোপীয় দেশগুলোর জোট।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূতের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিনিধিদলের বৈঠকের পর এ নিয়ে আশা প্রকাশ করেন ইউ দূত চার্লস হোয়াইটলি।
দূতের কার্যালয়ে রোববার আয়োজিত বৈঠকের পরপরই এক টুইটে হোয়াইটলি আলোচনাকে “চমৎকার” বলে বর্ণনা করেন।
“আইটি সেক্টরে বেসিসের সঙ্গে সহায়তা নিয়ে চমৎকার আলোচনা।”– দূত হোয়াইটলি লেখেন।
“সেক্টরের দ্রুত বিকাশ, এই বিষয়ে স্থানীয় প্রতিভা নিয়ে বেসিসের সঙ্গে কাজ করার বিশাল সম্ভবনা।”
বৈঠক বিষয়ে দেশে সফটওয়্যার নির্মাতাদের শীর্ষ সংগঠন বেসিস জানিয়েছে, ইউ দূত দেশের তথ্যপ্রযুক্তি খাতে সংগঠনটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
“ভবিষ্যতে ডিজিটাল গভর্নেন্সের অগ্রাধিকারের কথা উল্লেখ করে দেশের আইসিটি উন্নয়ন লক্ষ্যমাত্রা যথাসময়ে পৌঁছাতে সরকারি ও বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত আইসিটি জনবল তৈরির ওপর জোর দিতে বলেছেন তিনি।”
সহায়তার ক্ষেত্র হিসেবে ইউনিয়নের অনেক সদস্য দেশই নবায়নযোগ্য শক্তি, দক্ষতা উন্নয়ন, আপ-স্কিলিং এবং রি-স্কিলিং, উচ্চ প্রযুক্তিতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে বলে মত প্রকাশ করেছেন দূত।
“ডিজিটাল গভর্নেন্সের সাফল্যের যেসব গল্প আমরা বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশগুলোতে বাস্তবায়ন করেছি সেগুলো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সাশ্রয়ী এবং আন্তর্জাতিক মানে বাস্তবায়ন করা সম্ভব।” মন্তব্য করেছেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।।
ইইউ প্রতিনিধি দলের দ্বিতীয় সচিব কোয়েন এভারার্ট, বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলালসহ দুই পক্ষের বিভিন্ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।