নতুন মডেলের তিনটি ব্লুটুথ স্পিকার বাজারে নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। তিনটি মডেলে বাজারে এসেছে, পিএস১৬, পিএস৩০ এবং পিএস৩৫। উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের এই স্পিকার দেবে সুমধুর ও জোরালো শব্দ।
পিএস১৬ মডেলটিতে ব্যবহার করা হয়েছে ৮ ওয়াট করে ১৬ ওয়াটের স্পিকার আউটপুট। এতে রয়েছে, ২৫০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ১৩ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। আউটডোর ব্যবহারের জন্য রয়েছে পোর্টেবল হুক। এতে উচ্চমানের ফ্যাব্রিক সারফেস ব্যবহার করা হয়েছে। এটি কেনা যাবে ৩ হাজার ৮৫০ টাকায়।
পিএস৩০ মডেলে ১৫ ওয়াট করে ৩০ ওয়াটের স্পিকার আউটপুট ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে, ১০ হাজার মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ৩০-৩১ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। সিমলেস ফ্যাব্রিক ডিজাইনের এই স্পিকারটি থেকে পাওয়ার ব্যাংকের বিকল্প হিসেবে অন্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। স্পিকারটির বাজার মূল্য ৬ হাজার ৯৫০ টাকা।
আর পিএস৩৫ মডেলে ১৫ ওয়াট করে মোট ৩০ ওয়াটের স্পিকারের পাশাপাশি থাকছে ৫ ওয়াটের টুইটার আউটপুট। এতে রয়েছে ১০ হাজার মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, যা ৫০ শতাংশ ভলিউমে ২০ ঘন্টা পর্যন্ত মিউজিক সাপোর্ট দেবে। এই স্পিকারটিও পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। এটি কেনা যাবে ৭ হাজার ৫০০ টাকায়।
ডিজিটাল সিগনাল প্রোসেসিং প্রযুক্তি সম্বলিত সব মডেলেই টাইপ সি চার্জিং পোর্টসহ ওয়াটার প্রুফ (আইপি৬৭) সুবিধা রয়েছে। টিডব্লিউএস ফাংশন থাকায় ব্লুটুথ কানেকশনে স্টেরিও সাউন্ডের কোয়ালিটি পাওয়া যাবে।