বাজারে নতুন বাজেট স্মার্টফোন আনছে পোকো। মডেল পোকো সি ৫০। সাশ্রয়ী দামের হলেও এই ফোনের ক্যামেরা দুর্দান্ত পারফর্ম করবে। গ্রাহকের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও হবে দুরন্ত।
পোকো সি সিরিজের নতুন এই ফোন হবে পাতলা ডিজাইনের। কিন্তু থাকবে শক্তিশালী ব্যাটারি। যা থেকে চমৎকার ব্যাকআপ মিলবে।
pocoপেকো সি ৫০ ফোনটি তার পূর্ববর্তী প্রজন্ম পেকো সি ৪০ থেকে খুব একটা আলাদা হবে না। তাই সি ৪০ এর ফিচার ও স্পেসিফিকেশনে নজর রাখলেই, সি ৫০ এর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা মিলবে।
সি ৪০ ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল। এই ফোনটিতে পারফরম্যান্সের জন্য অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছিল। যদিও সি ৫০ মডেলের ফোনে সেই জায়গায় থাকতে পারে একটি মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন চিপসেট।
পেকো ব্র্যান্ডটি মূলত শাওমির সাব-ব্র্যান্ড।