আমরা অনেকেই আমাদের দৈনন্দিন কাজে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকি। এধরণের ডিভাসে আমরা দুই ধরণের স্টোরেজ ডিভাইস দেখে থাকি। এই স্টোরেজ ডিভাইস গুলো হলো SSD বা সলিড স্টেট ড্রাইভ এবং HDD বা হার্ড ডিস্ক ড্রাইভ। এই দুই ডিভাইসের কাজ একদম একই হলেও কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এবারের আলোচনা এসব স্টোরেজ ডিভাইস নিয়েই। তবে চলুন শুরু করা যাক।
এসএসডি তাদের মধ্যে তথ্য সংরক্ষণ ও এই তথ্যের বিতরণ করে থাকে ফ্ল্যাশ মেমরির মাধ্যমে। অন্যদিকে হার্ড ডিস্কের ভেতরে ডিস্কের ঘূর্ণনের মাধ্যমে তথ্যের আদান-প্রদান ও সংরক্ষণ ঘটে থাকে। সহজ ভাষায় হার্ড ডিস্কের চাইতে এসএসডি আরও উন্নত প্রযুক্তি। হার্ড ডিস্কের পরীবর্তে এসএসডি ব্যবহারের অনেক সুফল রয়েছে। এগুলো হলো,
- এসএসডি হার্ড ডিস্কের চাইতে অনেক বেশি দ্রুত কাজ করতে সক্ষম। কেননা এতে হার্ড ডিস্কের মত কোন ঘূর্ণায়মান বা নড়াচড়া করে এমন কোন যন্ত্রাংশ নেই। গতি অনেক বেশি হওয়ায় এটি ব্যবহার করতে কম্পিউটার আরও দ্রুত চালু হবে, অ্যাপ্লিকেশনগুলো আরও ভালোভাবে এবং দ্রুত গতিতে চলবে।
- এসএসডি, হার্ড ডিস্কের তুলনায় অনেক বেশি ভরসাযোগ্য। কেননা এতে নড়াচড়া করার মত কোন যন্ত্রাংশ নেই। এতে হার্ড ডিস্কের চাইতে এসএসডির বয়স সীমা আরও বেশি হয়ে থাকে।
- এসএসডি ব্যবহার করতে হার্ড ডিস্কের চাইতে কম শক্তি খরচ হয়। এতে ল্যাপটপের মত যেসব ডিভাইস ব্যাটারিতে চলে সেসব ডিভাইসের ব্যাটারি লাইফটাইম আরও বেরে যায় হার্ড ডিস্কের তুলনায়।
- আগেই বলেছি যে হার্ড ডিস্কের মত এসএসডিতে কোন নড়াচড়া করার মত যন্ত্রাংশ নেই তাই এসএসডি সম্পূর্ণ সাইলেন্ট থাকে। কিন্তু হার্ড ডিস্ক সর্বদা ডিস্ক ঘুরতে থাকে বলে সেখানে শব্দ হয় প্রচুর পরিমাণে। আর এই শব্দ বেশিরভাগ সময়েই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
- এসএসডির সার্বিক পারফর্মেন্স হার্ড ডিস্কের চাইতে অনেক ভালো। কেননা এতে আছে আরও বেশি রিড/রাইট স্পীড এবং এর রেসপন্স টাইম হার্ড ডিস্কের চাইতে অনেক কম। তাই সার্বিক দিক দিয়েই এসএসডি ব্যবহার করলে আপনি হার্ড ডিস্কের চাইতে বেশি আরামে ডিভাস চালাতে পারবেন।
- হার্ড ডিস্ক আপনি চাইলেই অনেক বড় স্টোরেজের কিনতে পারবেন না। কেননা হার্ড ডিস্কের একটা লিমিট আছে যা বেশ কম এসএসডির তুলনায়। তাই হার্ড ডিস্ক যেখানে আপনার দুইটা লাগতো স্টোরেজের জন্য সেখানে আপনি চাইলে একটা বড় স্টোরেজের এসএসডি ব্যবহার করতে পারছেন।
যদি মনে করে থাকেন যে হার্ড ডিস্কের পরীবর্তে সএসডি ব্যবহার করলে শুধু লাভ আর লাভ, তাহলে ভুল ধারণা আছে আপনার। হার্ড ডিস্কের পরীবর্তে এসএসডি ব্যবহার করলে কিছু প্রতিকূলতার বিষয় আছে যা আপনার মাথায় রাখতে হবে। এগুলো হলো,
- হার্ড ডিস্কের চাইতে এসএসডির খরচ অনেক বেশি। যদি আপনার চাহিদা অনেক বড় স্টোরেজ ডিভাইসের হয় তাহলে এসএসডি আপনার জন্য ভাল অপশন নাও হতে পারে।
- এসএসডির লাইফ সাইকেল আছে যা হার্ড ডিস্কের নেই। তাই যদি অনেক বেশি পরিমাণে তথ্য রিড রাইট করে থাকেন তাহলে আপনার এসএসডি বেশ দ্রুত অকেজ হয়ে পরবে।
পরিশেষে বলা যায় হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই দরকারি। সাধারণত সিস্টেম স্টোরেজ হিসেবে এসএসডি ব্যবহার করা হয়ে থাকে। এতে ডিভাইস ও অ্যাপ্লিকেশন দ্রুত চালু হয়। এবং বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। যাই হোক, আমার আলোচনার কাজ আমি সম্পন্ন করলাম। এখন সিদ্ধান্ত আপনার ওপর। আপনার চাহিদা অনুযায়ী সঠিক স্টোরেজ ডিভাইস নেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, প্রযুক্তি সম্পর্কিত আরও বিভিন্ন লেখা পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন।