চীন, ভারত ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনলাইন এন্টারটেইনমেন্ট, ইন্টারনেট ফিন্যান্স, ক্রস-বর্ডার ই-কমার্স, গেম রিলিজ ও অনলাইন এডুকেশন কন্টেন্ট প্রসারের বিপুল সম্ভাবনা রয়েছে। হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস প্লাটফর্ম ব্যবহার করে এ ধরনের কনটেন্ট ডেভেলপাররা বিশ্বব্যাপী হুয়াওয়ে ও এর অনার ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে নিজেদের পণ্য বা সেবা পৌঁছে দেয়ার সুবিধা পাবে। গ্লোবাল কানেক্টস ইন্ডিয়া কনফারেন্সে উপস্থাপিত এক প্রবন্ধে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তিগত অবকাঠামোর বিস্তৃতির সঙ্গে ইন্টারনেট ও মোবাইল সংযোগ সহজলভ্য হওয়ায় এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে ডিজিটাল সেবা ও সোস্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে। ‘ডিজিটাল ইন ২০১৮’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপণনের ধরনেও আসবে পরিবর্তন এবং ই-কমার্স খাত দ্রুত প্রসার লাভ করবে। হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস প্লাটফর্মে প্রবেশের মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা জোরদারের সুযোগ পাবেন ডেভেলপার ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো।