গত মাসে বিশ্ববাজারে উন্মোচনের পর এবার ভারতের বাজারে আরওজি অ্যালি হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাত করতে যাচ্ছে আসুস। বর্তমানে জাপান, চীন ও ইতালির বাজারে ডিভাইসটি কেনা যায়।
আসুস আরওজি ইন্ডিয়া এক টুইট বার্তায় নতুন হ্যান্ডহেল্ডের টিজার প্রকাশ করেছে। আসুস আরওজি অ্যালি কনসোলে ৭ ইঞ্চির আইপিএস ফুলএইচডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১৯২০*১০৮০ পিক্সেল। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দেয়া হয়েছে। কনসোলটিতে জেন ৪ আর্কিটেকচারনির্ভর এএমডি রাইজেন জেডওয়ান এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হয়েছে। রাইজেন জিওয়ান প্রসেসরযুক্ত ব্যাসিক ভার্সনও রয়েছে।
ডিভাইসটিতে এএমডি র্যাডিওন নাভি৩ গ্রাফিকস, ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এনভিএমই এম পয়েন্ট ২ এসএসডি রয়েছে, যা গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা দেবে। কানেক্টিভিটির জন্য এতে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি ৩.২ জেনটু টাইপ সি পোর্ট ও ইউএইচএস ২ মাইক্রোএসডি কার্ড রিডার রয়েছে।
ব্যাসিক মডেলটির দাম ৭১ হাজার ৯৯৯ রুপি ও এক্সট্রিম প্রসেসর যুক্ত কনসোলের দাম ৭৯ হাজার ৯৯৯ রুটি হতে পারে।