চীনা আউটবাউন্ড ট্যুরিজম পুনরুজ্জীবিত হওয়ায় মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চালান রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি ক্যামেরা নির্মাতারা স্মার্টফোনকে টেক্কা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যসহ নতুন পণ্য বাজারে আনায় বিক্রি বেড়েছে। ফলে কভিড-উত্তর ভ্রমণ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বেড়েছে ক্যামেরার জনপ্রিয়তা ও চাহিদা।
জাপানের ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রডাক্টস অ্যাসোসিয়েশন সম্প্রতি বিশ্বব্যাপী ক্যামেরা চালানের পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, বছরের প্রথমার্ধে মিররলেস ক্যামেরা বিক্রির পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫ হাজার ৩০০ কোটি ইয়েন বা ১ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
অঞ্চল অনুসারে সবচেয়ে বেশি ৪৪ শতাংশ বিক্রি বেড়েছে চীনে, এরপর জাপানে ৩০ এবং ইউরোপে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী মিররলেস সিঙ্গেল-লেন্স ক্যামেরার বিক্রি বাড়ার বড় কারণ কভিড-১৯ মহামারীর স্থবিরতা কাটিয়ে মানুষ কর্মচঞ্চল হয়ে উঠেছে এবং দেশ-বিদেশে ঘুরতে বের হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মতে, ২০২৩ সালের শুধু প্রথম প্রান্তিকেই আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বছরে দ্বিগুণেরও বেশি প্রায় ২৩ কোটি ৫০ লাখ বেড়েছে, যা কভিড-পূর্ব ২০১৯ সালের পুরো বছরের পর্যটকসংখ্যার ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষক আইডিসি অনুসারে, স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি কিছুটা মন্থর সময় পার করছে। এরই মধ্যে স্মার্টফোনের চাহিদা চলতি বছরের প্রথমার্ধে ১১ শতাংশ কমে গেছে। এ নিয়ে টানা দুই বছর স্মার্টফোনের বাজার বার্ষিক ভিত্তিতে হ্রাস পেয়েছে।
স্মার্টফোনের সঙ্গে ক্যামেরার পারফরম্যান্স দূরত্ব বাড়ায় ক্যামেরার দিকে ঝুঁকছেন ব্যবহারকারীরা। বিশেষ করে মিররলেস ক্যামেরায় অপটিক্যাল এআই প্রযুক্তি ব্যবহারের ফলে ক্যামেরার পারফরম্যান্স দারুণ জনপ্রিয়তা পেয়েছে। উদাহরণস্বরূপ নিকনের ফ্ল্যাগশিপ জেড নাইন মানুষ ব্যতীত পাখি, যানবাহনসহ আটটি ভিন্ন বিষয় শনাক্ত করতে এবং অটোফোকাস করতে সক্ষম।
ছবি তোলার ক্ষেত্রে ঘটা সাধারণ ভুল এবং ফোকাসের বাইরের ছবি অথবা ভুল ব্রাইটনেস সেটিংসের মতো সাধারণ ভুল কমিয়ে আনতে ক্যামেরা নির্মাতারা নতুনদের কাছে ফিচারগুলো যথাযথ পরিচিত করানোর উদ্যোগ নিয়েছে। তবে সিঙ্গেল লেন্স ক্যামেরা কেনার ক্ষেত্রে ওজন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাই স্লিম বডির ক্যামেরা বাজারে আনার চেষ্টা চলছে। উদাহরণ হিসেবে জুনে লঞ্চ করা ক্যানন ইওএস আর-হানড্রেড তেমনই একটি মডেল। এন্ট্রি লেভেলের এ ক্যামেরাটির ওজন মাত্র ৩৫৬ গ্রাম প্রায়। এ মডেলটি কোম্পানির আগের এন্ট্রি লেভেল ক্যামেরার মডেলের তুলনায় ১০ শতাংশ বেশি হালকা এবং দুটিই প্রায় অ্যাপল আইফোন ফোরটিনের মতো।
গত বছরের জুন থেকে ক্যানন এ পর্যন্ত এন্ট্রি লেভেলের ছয়টি মিররলেস ক্যামেরা বাজারে ছেড়েছে এবং বাজারে মডেলগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। জাপান চলতি বছর ২৯ লাখ সিঙ্গেল লেন্স ক্যামেরা বিক্রির মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ অংক ২০২২ সালের বিক্রির চেয়ে ৪০ হাজার বেশি।