যুক্তরাষ্ট্র-চীন বিরোধের কারণে হুয়াওয়েসহ বিভিন্ন প্রযুক্তি কোম্পানি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। এর মধ্যে অনরও রয়েছে। তবে বর্তমানে কোম্পানিটি পুনরায় ভারতের বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশটিতে নতুন পণ্য উন্মোচনের ঘোষণাও দিয়েছে।
অনরটেকইন্ডিয়া ইনস্টাগ্রাম ও এক্স প্রোফাইলে এ বিষয়ে পোস্টও দিয়েছে। টেলিগ্রামেও অনর টেক নামে চ্যানেল খুলেছে কোম্পানিটি। রিয়েলমির সাবেক প্রধান নির্বাহী মাধব শেঠ এক্সে দেয়া এক পোস্টে শিগগিরই ভারতে অনরের স্মার্টফোন উন্মোচনের কথা জানিয়েছেন। দেশটির বাজারে ব্র্যান্ডটি অনর ৯০ সিরিজ আনার আশা প্রকাশ করেছে। এর মধ্যে চীনের বাজারে চলে আসার অনর ৯০ ও অনর ৯০ প্রো মডেলগুলোও রয়েছে।
প্রযুক্তিবিশারদদের ধারণা, হুয়াওয়ে থেকে আলাদা হয়ে যাওয়ার পর আইনি সমস্যা থেকে দূরে থাকতে অনর টেক নামে কার্যক্রম শুরু করতে চাইছে চীনের এ ব্র্যান্ডটি। মে মাসেই চীনের বাজারে অনর ৯০ ও ৯০ প্রো স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দেয়া হয়। এসব ডিভাইসে ৬ দশমিক ৭ ইঞ্চির কোয়াড-কার্ভড ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও চোখের সুরক্ষায় ডায়নামিক ডিমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনর ৯০ তে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এবং অনর ৯০ প্রো তে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ব্যবহার করা হয়েছে। দুটি ডিভাইসেই ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা রয়েছে। অন্যদিকে প্রো মডেলে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেয়া হয়েছে।