চীনের স্মার্টফোন উৎপাদনকারী দুই কোম্পানি রেডমি ও ওয়ানপ্লাস হাই-এন্ডে নতুন ডিভাইস উন্মোচন করেছে। এগুলো হলো রেডমি কে৬০ আল্ট্রা ও ওয়ানপ্লাস এইস ২ প্রো। দুটি ডিভাইসে ২৪ গিগাবাইট র্যাম দেয়া হয়েছে। এ তালিকায় শিগগিরই যুক্ত হবে ভিভো। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।ৎ
ডিসিএসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভিভোর সাব ব্র্যান্ড আইকিউওও পরবর্তী ডিভাইসে ২৪ জিবি এলপিডিডিআরফাইভএক্স র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ দিতে পারে।
এছাড়া ডিভাইসটিতে ১.৫ বা ২ কে রেজল্যুশনের ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে সূত্রে জানা গেছে। বর্তমানে ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজসহ বাজারে আসার তালিকায় আইকিউওও ১২ শীর্ষে রয়েছে।
আগের ফাঁস হওয়া তথ্যে চিপসেট সম্পর্কে বিস্তারিত জানা গেছে। আইকিউওও ১২ তে টুকে অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজের রিফ্রেশ রেট দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে অমনিভিশনের ওভি৫০এইচ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, এলপিডিডিআরফাইভএক্স র্যাম ও ইউএফএস ৪ স্টোরেজ থাকতে পারে। তবে এর ব্যাটারি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। গুঞ্জন রয়েছে এতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে।
ফলে এটি অনুমেয় ডিভাইসে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হতে পারে।