চীনের বাজারে হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন মেট ৬০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস। এর পর থেকেই বিশ্ববাজারে ডিভাইসটির বৈশিষ্ট্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, এটি ফাইভজি সেলফোন হতে পারে। প্রশ্ন উঠছে, হুয়াওয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম ব্যাপক বাধাগ্রস্ত হয়। কোম্পানিটি ৬ হাজার ৯৯৯ ইউয়ান বা ৯৬৪ ডলারে মেট ৬০ প্রো ডিভাইস বিক্রি শুরু করেছে। কিন্তু ডিভাইসটি বাজারজাতের আগে কোম্পানির পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রচারণা বা ক্যাম্পেইন পরিচালনা করা হয়নি। ডিভাইসের বৈশিষ্ট্য প্রকাশ না করায় এতে ফাইভজি প্রযুক্তি আছে কিনা তা নিয়ে প্রযুক্তিবিদরাও সন্দিহান।
হুয়াওয়ের নতুন ডিভাইস উন্মোচনের বিষয়টি বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ। মূলত ২০১৯ সাল থেকে ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহৃত চিপ উৎপাদন টুলসে হুয়াওয়ের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকে সংরক্ষণে থাকা আগের ফাইভজি চিপযুক্ত ডিভাইস বিক্রি করতে পারছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্র ও বেশকিছু ইউরোপীয় দেশ হুয়াওয়েকে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছে। যদিও কোম্পানিটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। নিষেধাজ্ঞার কারণে একসময় অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করা কোম্পানিটি বাজার হারিয়েছে। ২০২০ সালে ভোক্তা ব্যবসায় ৪৮ হাজার ৩০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এর পরের বছরই তা অর্ধেকে নেমে আসে।
হুয়াওয়ে বরাবরই জানিয়েছে, কোম্পানিটি বাজারে ফিরে আসতে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জুলাইয়ে বিভিন্ন গবেষণা সংস্থা রয়টার্সকে জানায়, তাদের বিশ্বাস চলতি বছরের শেষে ফাইভজি স্মার্টফোনের বাজারে ফিরে আসতে চেষ্টা চালাচ্ছে হুয়াওয়ে। সেমিকন্ডাক্টর ডিজাইন টুল ব্যবহারে কোম্পানির নিজস্ব দক্ষতা ও চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানির (এসএসআইসি) মাধ্যমে চিপ তৈরি করছে। হুয়াওয়ে ও চীন যদি নিজ ক্ষমতায় ফাইভজি চিপ তৈরি করতে পারে তাহলে এটি বেশ বড় অর্জনে পরিণত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকেও প্রশ্নবিদ্ধ করবে।
মেট প্রো ৬০ কি ফাইভজি স্মার্টফোন— এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি হুয়াওয়ে। কোম্পানির একটাই বক্তব্য, এটি মেট মডেলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। চীনে যারা এ সেলফোন কিনছে তারা টিয়ার ডাউন ও ডাউনলোড গতির ভিডিও প্রকাশ করছে। ভিডিওর তথ্যানুযায়ী, মেট ৬০ প্রো ডিভাইসটি শীর্ষে থাকা ফাইভজি ডিভাইসগুলোর তুলনায় এগিয়ে।
টেকইনসাইটের বিশ্লেষক ড্যান হাচেসনের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে হুয়াওয়ের হাইসিলিকন চিপ ডিভিশনের কিরিন ৯০০০এস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি তৈরিতে এসএমআইসির উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, এটি তৈরিতে যদি ৭প্লাস বা ৫ ন্যানোমিটার প্রসেস নোডও ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা ব্যয়বহুল।