বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে। চাহিদা পূরণে বিভিন্ন কোম্পানি উৎপাদনও বাড়াচ্ছে। স্যামসাং এসব কোম্পানির মধ্যে অন্যতম। আগামী বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানিটি ২৫ কোটি প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর গিজমোচয়না।
প্রতিযোগিতামূলক স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় স্যামসাং। দ্য ইলেক সূত্রে জানা যায়, স্যামসাং সার্বিক বিক্রির সঙ্গে ফ্ল্যাগশিপ মডেলগুলোর বিক্রি বাড়ানোর পরিকল্পনা করছে। স্মার্টফোন বাজারে স্যামসাং ইউরোপে শাওমি এবং চীনে হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন। এছাড়া অ্যাপল এখনো বিশ্ববাজারে নেতৃত্বাধীন অবস্থানে রয়েছে।
স্যামসাং এরই মধ্যে তাদের ফোল্ডেবল স্মার্টফোনগুলোর উৎপাদন ২০ লাখ ইউনিট বাড়িয়েছে। বর্তমানে ২০ শতাংশ মার্কেট শেয়ারের অধিকারী স্যামসাংয়ের লক্ষ্য বাজারে আরো শক্ত অবস্থান নিশ্চিত করা। যদিও ২০১৯ সাল থেকে স্মার্টফোন শিল্প নিম্নমুখী, যা কভিড-১৯ মহামারীর কারণে আরো খারাপ হয়েছে। এ সময় স্যামসাংয়ের মতো বেশির ভাগ স্মার্টফোন ব্র্যান্ডের আয় কমেছে। তবে প্রিমিয়াম স্মার্টফোনগুলোর বিক্রি তুলনামূলক ভালো ছিল। স্যামসাং একে পুঁজি করে তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন বিক্রি বাড়াতে চাচ্ছে।
২০২৪ সালে কোম্পানিটি এর প্রিমিয়াম গ্যালাক্সি এস সিরিজ এবং ফোল্ডেবল ফোনগুলোর বিক্রি বাড়ানোর দিকে মনোনিবেশ করছে।
আগামী বছরের শুরুতে আইফোনের আগে গ্যালাক্সি এস ২৪ বাজারজাতে আশাবাদী স্যামসাং। এর মাধ্যমে হাই-এন্ড বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় কোম্পানিটি।