দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে। এই ফোনের মডেল গ্যালাক্সি এস২৪। এটি একটি ৫জি ফোন। তবে এটি যেকোনো সাধারণ ফোন নয়, এতে থাকবে চ্যাট জিপিটি এবং গুগল বার্ডের মধ্যে এআই টুলস। এজন্য এই ফোনটিকে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ফোনের আখ্যা দেওয়া হয়েছে।
স্যামসাং নতুন এই ফোনে অত্যাধুনিক প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা থাকছে। ফলে ব্যবহারকারী নানা ধরনের কাজ এই ফোন দিয়ে করতে পারবেন। এই স্মার্টফোনেই মিলবে টেক্সট টু ইমেজের সুবিধা।
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সাড়া ফেলেছে বিভিন্ন এআই টুল। যার মধ্যে দুইটি নাম হল- চ্যাটজিপিটি এবং গুগল বার্ড। ইন্টারনেটে উপলব্ধ তথ্য থেকে ট্রেনিং পেয়ে মানুষের কাজ সহজ করে তুলেছে এই দুই এআই টুল। এমনকি টেক্সট থেকে ছবি বানানোর ক্ষেত্রে দক্ষ চ্যাট জিপিটি, গুগল বার্ড দুই প্রযুক্তিই। এমন দুই জনপ্রিয় এআই টুল ফোনের মধ্যে রাখতে চলেছে স্যামসাং।
২০২৪ সালে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের স্মার্টফোন। এই ফোনেই থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
শুধু তাই নয়, স্যামসাং দাবি করছে, এটি দুনিয়ায় সবথেকে স্মার্ট এআই ফোন হতে চলেছে। যদিও পিক্সেল এইট সিরিজে এআই ফিচার দেওয়া শুরু করেছে গুগল। কিন্তু স্যামসাংয়ের এই স্মার্টফোনটি প্রথম কোনো মোবাইল ডিভাইস হবে যেখানে চ্যাট জিপিটি ও গুগল বার্ড দুই সুবিধাই পাওয়া যাবে।
দুইটি জনপ্রিয় এআই টুল ফোনে কীভাবে ব্যবহার করে স্যামসাং তা দেখার বিষয় হবে। কারণ দুই টুলেরই কাজ করার ধরণ আলাদা। তবে মনে করা হচ্ছে, বর্তমান মানুষ যে ভাবে চ্যাট জিপিটি ও গুগল বার্ড ব্যবহার করে, স্যামসাংয়ের ফোনেও ঠিক তেমনই কিছুটা সিস্টেম থাকবে।
স্যামসাং নিজেই ব্যান করেছিল চ্যাট জিপিটি? মজার বিষয় হল, কিছুদিন আগে কর্মচারীদের চ্যাট জিপিটি ব্যবহার করতে বারণ করে স্যামসাং। ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে সেই সন্দেহে চ্যাট জিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে তারা। এবার সেই কোম্পানিই ফোনে চ্যাট জিপিটি ও গুগল বার্ডের এআই ক্ষমতা যোগ করতে চলেছে।
ফোনে কীভাবে কাজ করবে এআই?
ইন্টারনেটে গিয়ে বা ওয়েব থেকে লগ ইন করে যে ভাবে চ্যাট জিপিটি ও গুগল বার্ড করেন তা তো থাকবেই, পাশাপাশি দুই টুলের যে এআই ক্ষমতা বা সুবিধা রয়েছে তা ফোনের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। যেমন ক্যামেরা, মেসেজ, কলিং, ব্রাউজিং ইত্যাদি।
চ্যাট জিপিটি এবং গুগল বার্ড দুটোই দারুণ জনপ্রিয় এআই টুল। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। তাই স্যামসাংয়ের এই ফোনকে অনেকে এআই পাওয়ার-হাউস বলেও ডাকছেন। আসলে এর আগে কোনও স্মার্টফোনে এমন সুবিধা পাওয়া যায়নি।