ফিলিস্তিনের জনগণের সমর্থন ও ইসয়ায়েলিদের অমানবিক হামলার প্রতিবাদে দেশে দেশে মুসলমানরা, ইসরায়েলি এবং মার্কিন পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ ক্রেতা-বিক্রেতারা ঘোষণা দিয়ে ওই দুই দেশের পণ্য বর্জন করেছেন।
আমাদের চারপাশে প্রতিদিন ব্যবহার করা থেকে শুরু করে অনেক খাদ্য পণ্যই ইহুদি মালিকানাধীন। তবে এরা সরাসরি ইসরাইলকে সহায়তা করেনা। বরং এমনো অনেক প্রতিষ্ঠান আছে..যারা ইসরাইল ও এর সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে থাকে। তালিকায় রয়েছে পৃথিবীর বিখ্যাত কম্পিউটার ব্র্যান্ড ডেল।
বিশ্বের শীর্ষস্থানীয় এই কম্পিউটার তৈরি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরাইলকে শত শত কোটি ডলার তাদের সেনাবাহিনীর উন্নয়নে এবং সামরিক বাহিনীর ব্যবহারের জন্য কম্পিউটার এবং কম্পিউটার সামগ্রী বিনামূল্যে প্রদান করে আসছে । কয়েক বছর আগে ইজরাইলি সেনাবাহিনীর জন্য ৫০ হাজারের বেশি বিশেষায়িত কম্পিউটার প্রদান করেছে ডেল ।
ডেল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস-এর রাউন্ড রকে এর সদরদপ্তর অবস্থিত। ১৯৮৪ সালের ৪ নভেম্বর ডেল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেল।
ডেল এর প্রতিষ্ঠাতার তৈরি ‘মাইকেল সুসান ডেল ফাউনডেশন’ ৭ অক্টোবর ইসরায়েলি জনগণের উপর হামলাকে সন্ত্রাসী হামলা এবং ক্রমবর্ধমান সহিংসতা বিশ্বের বিবেককে আঘাত করেছে মনে করেন। ‘মাইকেল সুসান ডেল’ ফাউনডেশনের মাধ্যমে ইসরাইলকে সমর্থন ও সহায়তা করছেন বলে জানা যায় ।