টুথব্রাশের সঙ্গে ইন্টারনেট সংযোগ! শুনে অবাক হচ্ছেন অনেকে। আরও অবাকের বিষয় হলো, এমন লাখ লাখ ইলেকট্রিক টুথব্রাশ থেকে তৈরি হয়েছে বড় ধরনের হ্যাকিংয়ের শঙ্কা। সুইজারল্যান্ডভিত্তিক সংবাদপত্র আরগুয়ার জেইটাংয়ের বরাতে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ টুথব্রাশগুলোকে বটনেট নামের এক ক্ষতিকারক ব্যবস্থার সঙ্গে সংযোগ ঘটিয়ে ‘ডিডিওএস’ আক্রমণ চালানো যেতে পারে– এমনই সতর্কবার্তা দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। এ ধরনের সাইবার হামলায় বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে ডেটা ট্রাফিক পাঠিয়ে সার্ভার অকেজো করে দেওয়া যায়। ফলাফল হিসেবে বিভিন্ন শীর্ষ ওয়েবসাইট অফলাইনে চলে যাওয়ার শঙ্কাও রয়েছে। এতে করে লাখ লাখ ডলারের অর্থও চুরি হতে পারে।
বিভিন্ন স্মার্ট ডিভাইসের সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা কোম্পানি ফরটিনেট। যার মধ্যে রয়েছে ওয়েবক্যাম থেকে শুরু করে, বেবি মনিটর, দরজার বেল এমনকি রান্নাঘরের ইলেকট্রনিক পণ্যও।
ফরটিনেট সুইজারল্যান্ডের প্রযুক্তি ব্যবস্থা বিভাগের প্রধান স্টেফান জুগার বলেন, যেসব ডিভাইসে ইন্টারনেট সংযোগ আছে, সেগুলো সবই এমন আক্রমণের শিকার হতে পারে। আর সেগুলো অপব্যবহারের ঝুঁকিও রয়েছে।