কম্পিউটিংয়ের জন্য ল্যাপটপ এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কম্পিউটার নির্মাতারা এন্টারপ্রাইজ গ্রাহকদের কথা বিবেচনা করে ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার আরো উন্নত করতে কাজ করছে। বাজারে হিউলেট প্যাকার্ড (এইচপি), ডেল, আসুস, লেনোভো, এসার ও দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের হাই-কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। বাজেটসাশ্রয়ী কয়েকটি ল্যাপটপের কনফিগারেশন ও বাজারদর নিয়ে আজকের আয়োজন—
ওয়ালটন ডব্লিউপিআর১৪এন৩৪জিআর
ওয়ালটনের প্রিলুড সিরিজের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ১ দশমিক ১ গিগাহার্টজের ইন্টেল অ্যাপোলো লেক এন৩৪৫০ প্রসেসরসংবলিত ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যামের ডিভাইসটিতে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিকস আছে। এতে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। বাংলা ফন্টযুক্ত এ-ফোর সাইজের মাল্টি ল্যাংগুয়েজ কিবোর্ড-সংবলিত ল্যাপটপটিতে কানেক্টিভিটির জন্য আছে একটি ইউএসবি পোর্ট ৩.০ ও একটি ইউএসবি পোর্ট ২.০, টিএফটি কার্ড স্লট, ব্লুটুথ ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক। ওয়ালটনের এ ল্যাপটপের দাম ২১ হাজার ৯০০ টাকা।
আসুস এক্স৫০৭এমএ
আসুসের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি ন্যারো বেজেল ডিসপ্লে আছে। ১ দশমিক ১ গিগাহার্টজের ইন্টেল সিডিসি এন৪০০০ প্রসেসর-সংবলিত ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম-সংবলিত ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে একটি ইউএসবি ৩.০ পোর্ট, দুটি ইউএসবি ২.০ পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েবক্যাম ও এইচডিএমআই পোর্ট। আসুসের এ ল্যাপটপের দাম ২৩ হাজার ৮০০ টাকা।
ডেল ইন্সপাইরন ১৪-৩৪৭৩
ডেলের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ ইঞ্চি এইচডি অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে আছে। ১ দশমিক ১ গিগাহার্টজের ইন্টেল সিডিসি এন৪০০০ প্রসেসর-সংবলিত ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম-সংবলিত ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে দুটি ইউএসবি ৩.১ পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েবক্যাম ও এইচডিএমআই পোর্ট। আসুসের এ ল্যাপটপের দাম ২৪ হাজার ৭০০ টাকা।
ওয়ালটন ডব্লিউটি১৪এ৪২জি
ওয়ালটনের ট্যামারিন্ড সিরিজের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ১ দশমিক ১ গিগাহার্টজের ইন্টেল পেন্টিয়াম এন৪২০০ প্রসেসর-সংবলিত ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যামের ডিভাইসটিতে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিকস ৪০৫ আছে। ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে রয়েছে সাটা ইন্টারফেস। বাংলা ফন্টযুক্ত এ-ফোর সাইজের মাল্টি ল্যাংগুয়েজ কিবোর্ড-সংবলিত ল্যাপটপটিতে কানেক্টিভিটির জন্য আছে একটি ইউএসবি পোর্ট ৩.০ ও একটি ইউএসবি পোর্ট ২.০, টিএফটি কার্ড স্লট, ব্লুটুথ ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক। ওয়ালটনের এ ল্যাপটপের দাম ২৫ হাজার ৯৯০ টাকা।
এইচপি ১৫-ডিবি০০০১এইউ
এইচপির এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ১ দশমিক ৫ গিগাহার্টজের এএমডি ডুয়াল কোর ই২-৯০০০ই প্রসেসর-সংবলিত ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম-সংবলিত ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে দুটি ইউএসডি পোর্ট ৩.১, একটি ইউএসডি পোর্ট ২.০, এইচডিএমআই পোর্ট, ওয়্যারলেস ল্যান, ওয়াই-ফাই, ব্লুটুথ, কার্ড রিডার ও ভিজিএ ওয়েবক্যাম। এইচপির এ ল্যাপটপটির দাম ২৩ হাজার ৫০০ টাকা।