ক্যামেরা দেখেনই স্মার্টফোন কেনেন প্রায় সবাই। মেগাপিক্সেলের জন্য স্মার্টফোনগুলো এখন জনপ্রিয়তা পায়।
জানা গেল, ২০১৯ সালেই পাওয়া যাবে ১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এর আগে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাংয়।
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম চলতি বছরেই ৬৪ মেগাপিক্সেল, এমনকি ১০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে হাজির হবে। প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপক জুড হেপি এক সাক্ষাতকারে এমন কথা জানিয়েছেন।
তিনি বলেন, এই বছরের মধ্যেই কোয়ালকম যে চিপ নির্মাণ করবে তাতে স্মার্টফোনে ৬৪ ও ১০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তবে আল্ট্রা হাই-মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনাই এখন কোয়ালকমের প্রধান লক্ষ্য নয়। যদিও বর্তমানে বাজারে থাকা স্ন্যাপড্রাগন ৬৬০, ৬৭০, ৭১০, ৮৪৫ এবং ৮৫৫ চিপসেটে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত সিঙ্গেল ক্যামেরা চালানো সম্ভব। তবে সেটা কোন প্রতিষ্ঠানই করেনি।
৬৪ মেগাপিক্সেলের সঙ্গে পাওয়া যাবে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি। যা দিয়ে উন্নত মানের ছবি ও ভিডিও তোলা যাবে। এখন পর্যন্ত বাজারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ স্মার্টফোন রয়েছে।
বর্তমানে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আলোচনায় রয়েছে রেডমি নোট ৭প্রো। এছাড়া অপো, স্যামসাং ও অনারের ফোনেও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।