মার্চ মাসে ভারতে গ্যালাক্সি এ সিরিজ লঞ্চ করেছিল স্যামসাং। লঞ্চের পরে মাত্র ৭০ দিনে ৫০ লক্ষ গ্যালাক্সি এ সিরিজের ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। চিনের প্রতিযোগী কোম্পানিগুলিকে টেক্কা দিতে এই ফোন লঞ্চ করেছিল স্যামসাং।
ইতিমধ্যেই গ্যালাক্সি এ সিরিজে ছয়টি স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। এই ফোনগুলি হল গ্যালাক্সি এ৫০, গ্যালাক্সি এ৩০, গ্যালাক্সি এ২০, গ্যালাক্সি এ১০, গ্যালাক্সি এ৭০, গ্যালাক্সি এ২ কোর।
“ভারতে গ্যালাক্সি এ সিরিজকে 4 বিলিয়ান মার্কিন ডলারের ব্র্যান্ড তৈরী করার লক্ষ্যমাত্রা রেখেছিলাম আমরা। এবার সেই ললক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে চলেছে।” বলেন ভারতে Samsung ভাইস প্রেসিডেন্ট রনজিভজিত সিং। “২০১৯ সাল আমাদের কাছে রেকর্ড বছর হতে চলেছে।” বলেন তিনি।
মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে গ্যালাক্সি এ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের লক্ষ্যমাত্রা রেখেছে স্যামসাং। এপ্রিল মাসে 28,990 টাকায় লঞ্চ হয়েছিল গ্যালাক্সি এ ৭০। এবার ফুল স্ক্রিন ডিসপ্লে সহ মে মাসে বাজারে আসতে চলেছে গ্যালাক্সি এ ৮০ স্মার্টফোন।
“মে মাসে গ্যালাক্সি এ ৮০ ফোনের প্রি-বুকিং শুরু হবে। আগামী মাসের শুরুতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।” বলেন সিং।
“গ্যালাক্সি এ সিরিজের ছয়টি ফোনের মধ্যে গ্যালাক্সি এ৫০ ফোনের বিক্রি আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। এই ফোনের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদন করার চেষ্টা করছি আমরা