রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে রাশিয়া এ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে জানিয়ে পেন্টাগন বলছে, এটি অন্য স্যাটেলাইটকে আঘাত করতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য জানান। তবে রাশিয়ার পেন্টগনের এ দাবি নাকচ করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ‘পৃথিবীর নিম্ন কক্ষপথে রাশিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটিকে আমরা একটি পাল্টা মহাকাশ অস্ত্র বলে ধরে নিতে পারি। এটি মার্কিন সরকারের স্যাটেলাইটের মতো একই কক্ষপথ ছিল। ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রস্তুত।’
রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী সেরগেই র্যাবকভ পেন্টগনের এই দাবি নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি না, ওয়াশিংটনের সব ভুয়া খবরের উত্তর দেয়ার প্রয়োজন রয়েছে।’ তিনি জানান, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আরো উন্নত করা হচ্ছে। বিভিন্ন উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপন করে দেশটি। এর মধ্যে একটি হচ্ছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করা। দুই বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মস্কো এবং ওয়াশিংটন। এর আগেও স্যাটেলাইট ইস্যুতে জাতিসংঘে তর্কে জড়িয়েছে উভয় পক্ষ।