কিছুদিন আগেই শাওমি ঘোষণা করেছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হবে রেডমি কে২০ । যদিও এই ফোনের লঞ্চের তারিখ এখনো জানা যায়নি।
সম্প্রতি এই ফোনের একটি টিজার প্রকাশ করা হয়েছে। আর এই টিজারেই দেখা গেছে শাওমির এই ফোন পপ আপ সেলফি ক্যামেরার সাথে আসবে। আমরা জানি ভিভো প্রথম তাদের ফোনে পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল।
শাওমির এই টিজারে ফোনটির ফ্রন্টে ডেমোন কিংকে দেখা গেছে। আপনাকে রাখি শাওমির জেনারেল ম্যানেজার লু ওয়েইভিং এই টিজার নিজের টাইমলাইনেও পোস্ট করেছে। এই পোস্টে এও বলা হয়েছে যে ফোনটিতে পপ আপ সেলফি ক্যামেরা থাকলেও ফোনটি অন্যান্য ফোন থেকে হালকা হবে।
এই ফোন সম্পর্কে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। তবে চীনের কিছু সাইট অনুযায়ী এই ফোন অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সাথে আসবে। ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড কিউ বিকল্প ও থাকতে পারে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে ফোনটি কোয়ালকমের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সাথে আসবে। সাথে এই ফোনে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। ভারতে ফোনটি রেডমি এস সিরিজ হিসাবেও আসতে পারে।