স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্কের পরে এবার সালগ্লাস। আজ্ঞেঁ হ্যাঁ এবার মি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের হাত ধরে ভারতে এল শাওমির সানগ্লাস। একটি ওয়েফারের ও একটি এভিয়েটার সালগ্লাস ভারতে লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। গত বছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই সানগ্লাস। শুরুতে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিক্রি হলেও এখন এমআই.কম থেকে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্ট।
ওয়েফারের ডিজাইনে এমআইপোলারিসেদ স্কয়ার সানগ্লাসের দাম ৮৯৯ রুপি। অন্যদিকে এভিয়েটার স্টাইলে এমআইপোলারিসেদ সানগ্লাসের দাম ১ হাজার ৯৯ রুপি । দুটি সালগ্লাসেই থাকছে পোলারাইজেশান, ৪০০ ন্যানোমিটার পর্যন্ত ইউভিএ,ইউভিবি,ইউভিএ রশ্মি থেকে ১০০ শতাংশ সুরক্ষা।
এই সানগ্লাসের ইউভি৪০০ সুরক্ষার মাধ্যমে অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা পাবে চোখ। দুটি সানগ্লাসেই থাকছে ০৬ লেয়ার্ড লেন্স টেকনোলজি। গ্লেয়ার কমাতেও সাহায্য করবে এই সানগ্লাস। এমআইপোলারিসেদ স্কয়ার সানগ্লাসে থাকছে ফ্লেক্সিবেল টিআর৯০ ফ্রেম। আর এমআই পোলারিসেদ পাইলোট সানগ্লাসে থাকছে ৩০৪এইচ মেটাল ফ্রেম।