তথ্যপ্রযুক্তির খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অন্তর্বর্তীকালীন সংস্কার পরিষদের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদ আহ্বায়ক এবং ওএস আইটি সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুজ্জামান মুনির সদস্যসচিব মনোনীত হয়েছেন।
অনলাইনে গত ৭ জানুয়ারি বেসিস সংস্কার পরিষদের সাধারণ সভায় এই মনোনয়ন দেয়া হয়। বেসিস সংস্কার পরিষদের মুখপত্র ফৌজিয়া নিগার সুলতানার নেতৃত্বে সভায় কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এই দায়িত্ব বণ্টন হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক নাদিম মজিদ জানান, “বেসিস সংস্কার পরিষদের অব্যাহত আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বেসিসের পূর্ববর্তী কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের একটি দাবি পূরণ করা হলেও ফাইনান্সিয়াল অডিট, মেম্বার অডিটসহ বেশ কিছু এজেন্ডা এখনো বাস্তবায়নের বাকি রয়েছে। বেসিস সংস্কার পরিষদ এসব দাবি পূরণের লক্ষ্যে কাজ করবে।”
বেসিস সংস্কার পরিষদের সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুনির জানান, “সভার সিদ্ধান্ত অনুসারে ক্রমান্বয়ে আমরা সংস্কারের প্রতি মনোভাবাপন্ন সদস্যদের এ পরিষদে অন্তর্ভূক্ত করবো। এছাড়া আমরা সব সময় মেম্বারদের স্বার্থ- সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেসিসের ইসি কমিটিকে সহায়তা করে যাব।”
প্রঙ্গত, বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে বেসিস এর ২৬০০ এর বেশি সদস্য রয়েছেন।