ৃস্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস। ছোট-বড়, নারী-পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি। শুধু যে সময় দেখা, কিংবা এর নানান ফিচার আকর্ষণের কারণ তা কিন্তু নয়। ফ্যাশনেও এখন স্মার্টওয়াচ যুক্ত হয়েছে। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ আছে বাজারে। তবে অ্যাপল ওয়াচের যেন কদরই আলাদা।
আইফোনের মতো অ্যাপলের স্মার্টওয়াচ সমান জনপ্রিয়। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে সংস্থা। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত। অ্যাপল ওয়াচ শুধুমাত্র একটি স্মার্ট ডিভাইস নয়, এটি স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক টুল। এই স্মার্টওয়াচের বড় সুবিধা হচ্ছে আপনি আপনার ঘুমের পরিমাণ ট্র্যাক করতে পারবেন।
আপনার অ্যাপল ওয়াচ থেকে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। দেখে নিন উপায়-
গুগল ম্যাপ অ্যাপ ডাউনলোড করুন
প্রথমে নিশ্চিত করুন যে আপনার আইফোনে গুগল ম্যাপ অ্যাপ ইনস্টল করা আছে। অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ ব্যবহার করতে হলে আপনার আইফোনে এটি ইনস্টল করা বাধ্যতামূলক।
>> এবার আপনার অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ খুলুন।
>> আপনার আইফোনে গন্তব্য ঠিকানা দিয়ে নেভিগেশন চালু করুন।
>> আইফোনে শুরু করার পর অ্যাপল ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে টার্ন-বাই-টার্ন নির্দেশনা দেখাবে।
>> গুগল ম্যাপ সেটিংস কাস্টমাইজ করুন।
>> অ্যাপল ওয়াচে নির্দেশনা সঠিকভাবে পেতে নোটিফিকেশন চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আইফোনে সেটিংস > নোটিফিকেশনে যান।গুগল ম্যাপস সিলেক্ট করুন এবং অ্যালাউ নোটিফিকেশনেস চালু করুন।
আপনার গুগল ম্যাপ অভিজ্ঞতা আরও ব্যক্তিগতকৃত করার জন্য কিছু সেটিংস কাস্টমাইজ করতে পারেন।
>> আইফোনের গুগল ম্যাপস অ্যাপ খুলুন।
>> সেটিংসে গিয়ে নোটিফিকেশনস অপশনে ক্লিক করুন।
>> নেভিগেশন সেটিংস থেকে আপনার প্রয়োজনীয় সেটিংস (যেমন সাউন্ড বা ভাইব্রেশন) ঠিক করুন।