ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন রেলপথ। তাই নির্দিষ্ট তারিখে অগ্রিম টিকিট কেটে নিশ্চিত করতে হবে ঈদযাত্রা। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও মোবাইল অ্যাপ ও অনলাইনেই কাটতে হবে ট্রেনের অগ্রিম টিকিট।
কখন শুরু হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি?
বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ঈদুল আজহার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে ২১মে সকাল ৮টা থেকে। এই টিকিট শুধু অনলাইন এবং অ্যাপে পাওয়া যাবে।
📅 রিটার্ন টিকিট বিক্রি শুরু হবে ৩ জুন থেকে।
যেভাবে কাটবেন ঈদের ট্রেনের টিকিট
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন শুধু অনলাইন প্ল্যাটফর্মে — যার মধ্যে রয়েছে:
-
রেলসেবা অ্যাপ (Rail Sheba App)
-
eticket.railway.gov.bd ওয়েবসাইট
ধাপে ধাপে টিকিট কাটার পদ্ধতি:
১. eticket.railway.gov.bd সাইটে প্রবেশ করুন অথবা রেলসেবা অ্যাপ ইনস্টল করুন।
২. অ্যাকাউন্টে লগইন করুন। একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন।
৩. যাত্রার স্থান, গন্তব্য, তারিখ ও ট্রেন নির্বাচন করুন।
৪. যাত্রী সংখ্যা ও শ্রেণি নির্বাচন করে ‘বুক’ অপশনে ক্লিক করুন।
৫. পেমেন্ট সম্পন্ন করুন বিকাশ/নগদ/কার্ড মাধ্যমে।
৬. ই-টিকিট পিডিএফ ডাউনলোড করুন বা ইমেইলে সংরক্ষণ করুন।
কোন দিনে কোন তারিখের টিকিট মিলবে?
টিকিট বিক্রির তারিখ | ভ্রমণের তারিখ (ঈদের আগে) |
---|---|
২৮ মে | ৬ জুন |
২৯ মে | ৭ জুন |
৩০ মে | ৮ জুন |
৩১ মে | ৯ জুন |
১ জুন | ১০ জুন |
বিক্রি শুরু | যাত্রার তারিখ |
---|---|
৩ জুন | ১২ জুন |
৪ জুন | ১৩ জুন |
৫ জুন | ১৪ জুন |
৬ জুন | ১৫ জুন |
৭ জুন | ১৬ জুন |
গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা
-
ঈদ টিকিটের জন্য স্টেশন কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না।
-
একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
-
যাত্রার দিন অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ছবি সম্বলিত প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
-
টিকিট কেনার সময় সার্ভার চাপ এড়াতে সকাল ৮টার আগে লগইন করে প্রস্তুত থাকুন।