ঈদের ছুটিতেও সেবা দিচ্ছে দেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বর্তমানে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার, পাঠাও, সহজ, ইজিয়ার, ওভাইসহ কয়েকটি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, শহরতলী ও দেশের বিভিন্ন জায়গায় অ্যাপসের মাধ্যমে সেবা অব্যাহত রাখবে এসব প্রতিষ্ঠান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উবারের এই দেশীয় জনসংযোগ প্রতিষ্ঠান ‘বেঞ্চমার্ক পিআর’থেকে উবারের বরাত দিয়ে জানায়, ঈদে উবারের সেবা অব্যাহত থাকবে। তবে, ঈদ উপলক্ষে তাদের কোনও স্পেশাল অফার থাকছে না।
সহজ রাইড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে জানানো হয়, ‘ঈদে সহজ রাইড সেবা অব্যাহত রাখবে। ঈদ উপলক্ষে বিশেষ কিছু অফার ঘোষণা করেছে সহজ কর্তৃপক্ষ।’
পাঠাও কর্তৃপক্ষ এবার ঈদের তাদের সেবা নিরবচ্ছিন্ন রাখবে বলে ঘোষণা দিয়েছে।
রাইড শেয়ার প্রতিষ্ঠান ইজিয়ারও ঈদ উপলক্ষে সেবা অব্যাহত রাখবে। ঈদের তাদের অ্যাপস ব্যবহার করে যারা গ্রামের বাড়িতে যাবেন, তাদের জন্য রয়েছে বিশেষ অফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজিয়ারের সঙ্গে ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে আকর্ষণীয় রাইড ব্যাক অফার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। যা ব্যবহার করে আবার বাড়ি থেকে ফিরে আসা যাবে বিনামূল্যে।