অনলাইন ব্যবসার ক্ষেত্রে গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত শুরু করতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগ। বিচার মন্ত্রণালয়ের অ্যান্টিট্রাস্ট বিভাগ এবং কেন্দ্রীয় বাণিজ্য কমিশন সম্প্রতি গুগলের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার ইস্যুতে একাধিকবার বৈঠক করেছে বলে জানা গেছে। এ দুই বিভাগই অ্যান্টিট্রাস্ট আইন প্রয়োগের দায়িত্বের রয়েছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি শুরু থেকেই মারমুখী অবস্থানে রয়েছেন। তার অভিযোগ, গুগল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। গুগলের বিষয়ে অ্যান্টিট্রাস্ট তদন্তের সিদ্ধান্তকে বিরাগভাজন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে সরকারি পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সার্চ জায়ান্ট গুগল তার ভার্চুয়াল জগতের আধিপত্যকে কোম্পানির ব্যবসার কাজে ব্যবহার করে। এরও আগে ২০১৩ সালের শুরুর দিকে কেন্দ্রীয় বাণিজ্য কমিশন গুগলের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে দীর্ঘ তদন্ত পরিচালনা করে। পরে কমিশনের চাপে নিজ পণ্যের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীদের নেতিবাচক রিভিউ ও অন্যান্য তথ্য মুছে ফেলার চর্চা বন্ধ করতে প্রতিশ্রুতি দেয় গুগল।
উল্লেখ্য, সার্চ, ইউটিউব, রিভিউ, ম্যাপস এবং অন্যান্য সেবা বিনামূল্যে দিয়ে থাকে গুগল। কিন্তু এসব সেবায় প্রদর্শিত বিজ্ঞাপন থেকে অর্জিত আয় দিয়েই ছোট একটি স্টার্টআপ থেকে মাত্র দুই দশকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী কোম্পানিতে পরিণত হয়েছে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন প্রতিষ্ঠিত এ প্রযুক্তি প্রতিষ্ঠান।