করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ভেন্টিলেটর। চলতি মাসের শুরুতেই দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে ভেন্টিলেটর তৈরির আবেদন জানিয়েছিল কেন্দ্র। সরকারের ডামে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে ভেন্টিলেটর তৈরি শুরু করেছিল মারুতি সুজুকি ও মাহিন্দ্রা মাহিন্দ্রা। মাত্র ২০ দিনের মধ্যে এই ভেন্টিলেটর তৈরি করেছে মারুতি সুজুকি। উৎপাদনে কাজ শেষ হলেও এখনও সরকারের তরফ থেকে অর্ডার না মেলায় কারখানায় রয়েছে ভেন্টিলেটরগুলি।
কোম্পানির চেয়ারম্যান আর সি ভার্গভ জানিয়েছেন “ভেন্টিলেটরের ঘটতই থাকায় সরকার আমাদের বিশেষ অনুরোধ করেছিল। আমাদের তৈরি ভেন্টিলেটর ইতিমধ্যেই পরীক্ষা করেছে সরকারি সংস্থা এইচএলএল লাইফকেয়ার। এখনও সেই পরীক্ষার ফলাফল জানানো হয়নি। আমরা এখনও অর্ডারের অপেক্ষায় রয়েছি।”
ভার্গভ আরও বলেন, “দ্রুত সিদ্ধান্ত নিতে পারেনা সরকারি সংস্থাগুলি। বেসরকারি সংস্থা সম্পূর্ণ আলাদা ভাবে কাজ করে।” তিনি জানিয়েছেন ইতিমধ্যে গুরুগ্রামের একটি হাসপাতালে এই ভেন্টিলেটর পরীক্ষা করা হয়েছে। ভেন্টিলেটরের কর্মক্ষমতায় সন্তুষ্ট হয়ে হাসপাতালের তরফ থেকে নতুন ভেন্টিলেটরের অর্ডার করা হয়েছে।
স্বাস্থ্য সরঞ্জাম তৈরির ব্যাপারে কোম্পানির কর্মীদের অভিজ্ঞতা বলার সময় ভার্গভ জানিয়েছেন, “প্রত্যেকেই দেশের জন্য কিছু করার তাগিদে কাজ করছেন। যা কোম্পানির কর্মীদের প্রতিদিন অনেক রাত পর্যন্ত কাজ করতে উৎসাহিত করেছে।” সুত্র: এনডিটিভি