ইন্ডিয়ান চিফ এস টি ডি বিএস ৬ একটি এই বাইক কোম্পানীর মিড ভেরিয়েন্টের বাইক। শুধু মাত্র ইস্পাত ধূসর রং এ পাওয়া যাবে এই বাইকটি। এই বাইকটির লঞ্চ হতে চলেছে চলতি মাসের ২৩ তারিখে।
চলুন এই বাইকটিতে কি দেওয়া আছে তা নিয়ে আলোচনা করা যাক:
ইন্ডিয়ান চিপ ভিনটেজ এস টি ডি বিএস ৬ একটি মিড ভেরিয়েন্টের বাইক । বাইকটির বডি টাইপ হবে ক্রুইজার বাইক। স্পিডোমিটার, ওডোমিটার, কনসোল, ট্রিপ মিটার হবে ডিজিটাল এবং সিংগেল টাইপের সিট হবে বাইকটির। সেল্ফ এর মাধ্যমে চালু করা যাবে বাইকটির।
ইঞ্জিন টাইপ হবে থান্ডার স্ট্রোক ১১১, ১৮১১ সি সি এর ইঞ্জিন দেওয়া হবে বাইকটিতে। সর্ব্বোচ্চ টর্ক : ১৫০ এন এম ২৯০০ আর পি এম, বোর: ১০১ মিলিমিটার, স্ট্রোক: ১১৩ মিলিমিটার। এছাড়া ৬ টি গিয়ার স্পিড থাকবে উক্ত বাইকটিতে। পেট্রোল দ্বারা চালনা করা হবে বাইকটির, সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটির টিউবলেস টায়ার হবে এবং টায়ারের সাইজ হবে ফ্রন্ট: ১৩০/৯০-১৬, রিয়ার: ১৮০/৬৫-১৬। হুইলবেজ সাইজ হবে ফ্রন্ট : ৪০৬.৪ মিলিমিটার, রিয়ার : ৪০৬.৪ মিলিমিটার। এই বাইকটির লেংথ হবে ২৩২৪ মিলিমিটার, হুইলবেজ : ১৫৭৫ মিলিমিটার, হাইট: ১০৬৮ মিলিমিটার, সিট হাইট: ৬৬০ মিলিমিটার , গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৪০ মিলিমিটার, উইডথ : ১০০০ মিলিমিটার, কার্বের ওজন হবে ৩৫২ কেজি, টোটাল ওজন হবে ৫৭২ কেজি। ফ্রন্ট ব্রেক ডায়ামিটার : ৩০০ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটার : ৩০০ মিলিমিটার। এছাড়া এই বাইকটির চেসিস থাকছে কাস্ট অ্যালুমিনিয়াম ফ্রেম সাথে থাকছে ইনটেগ্রেটেড এয়ার বক্স। সাসপেনসান ফ্রন্ট : টেলিস্কোপিক ফর্ক/ ১১৯ মিলিমিটার – কার্ট্রিজ টাইপ, রিয়ার সাসপেনসান: সিংগেল সক/ ৯৪ মিলিমিটার। পেট্রোলের সাহায্যে চলবে বাইকটির।
এই বাইকটির সামনে এবং পেছনের লাইটগুলো হবে এল ই ডি। সর্ব্বোচ্চ ৬ টি গিয়ার রয়েছে এই বাইকটিতে। ইন্ডিয়ান চিফ ভিনটেজ এস টি ডি বিএস ৬ বাইকের প্রত্যাশিত মূল্য ২১.২৯ লক্ষ ভারতীয় রুপি। মিড ভেরিয়েন্টের বাইক অনুযায়ী বেশ ভাল ফিচার দেওয়া হয়েছে এই বাইকটিতে।