ডুকাটি তার সর্বশেষ বাইকটির লঞ্চ করতে যাচ্ছে ২০২১ সালের জানুয়ারী মাসের ৬ তারিখে। ডুকাটি স্ক্র্যাম্বলার ৮০০ বিএস৬ আইকন এটি একটি মিড ভেরিয়েন্টের বাইক I বাইকটি হবে সুপার ডিজাইনের এবং অত্যাধুনিক প্রযুক্তি। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক আলোচ্য বাইকটির।
স্ক্র্যাম্বলার ৮০০ বিএস ৬ আইকন এর বডি টাইপ হবে ন্যাকেড বাইক ও কেফ রেসার বাইক। সেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটি। এই বাইকটির স্পিডোমিটার, টেকোমিটার ,ওডোমিটার, ট্রিপ মিটার, ক্লক হবে ডিজিটাল। স্প্লিট টাইপের সিট হবে বাইকটির। এই বাইকটির ইঞ্জিন হবে ৮০৩ সি সি এর। বোর হবে ৮৮ মিলিমিটার, স্ট্রোক
ঃ ৬৬ মিলিমিটার। এমিসন টাইপ: বি এস ৬I পেট্রোলের মাধ্যমে চলবে উক্ত বাইকটি এবং গিয়ার হবে এই বাইকটির ৬ টি। সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার যার সাইজ হবে ফ্রন্ট : ১১০/৮০-১৮ রিয়ার: ১৮০/৫৫-১৭। সর্ব্বোচ্চ টর্ক ৬৬.২ এন এম ৫৭৫০ আর পি এম। সর্ব্বোচ্চ পাওয়ার : ৭২.৮ পি এস ৮২৫০ আর পি এম। টাংকটিতে সর্ব্বোচ্চ ২০.০ লিটার পেট্রোল রাখা যাবে। এছাড়া আলোচ্য বাইকটির লেংথ হবে: ২১০০-২১৬৫ মিলিমিটার, হুইলবেজ : ১৪৪৫ মিলিমিটার, হাইট: ১১৫০ মিলিমিটার, উইডথ : ৮৫৫ মিলিমিটার, সিট হাইট: ৭৭৮-৭৯৮ মিলিমিটার। এবং ওজন হবে ১৮৯ কেজি এই বাইকটির। এই বাইকটির পেছনের এবং সিগন্যাল লাইট হবে এল ই ডি। এই বাইকটির ডিজাইন বেশ ব্যতিক্রম। স্ক্র্যাম্বলার ৮০০ বিএস ৬ আইকন এর মূল্য ধরা হয়েছে ভারতীয় রুপি অনুযায়ী ৮.০০ লক্ষ রুপি।