উক্ত কোম্পানিটির এটি একটি মিট ভেরিয়েন্টের বাইক, এটির লঞ্চ করতে যাচ্ছে চলতি মাসেই । সুপার স্টাইলিশ হতে চলেছে এই বাইকটি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে । চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির।
ইন্ডিয়ান রোডমাস্টার এলিট এস টি ডি বিএস৬ এর বডি টাইপ হবে টুরার বাইক। এটির স্পিডোমিটার ,টেকোমিটার হবে অ্যানালগ এবং ট্রিপ মিটার, ওডোমিটার, কনসোল হবে ডিজিটাল। স্প্লিট টাইপের সিট হবে এটির। এছাড়া এটির ইঞ্জিন হবে ১৮১১ সি সি এর। এমিসন টাইপ: বি এস ৬I পেট্রোলের মাধ্যমে চলবে উক্ত স্কুটারটি এবং গিয়ার হবে ৬ টি। এবং এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে ঠান্ডার স্ট্রোক। বোর হবে ১০১ মিলিমিটার, স্ট্রোকঃ ১১৩ মিলিমিটার। সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার যার সাইজ হবে ফ্রন্ট : ১৩০/৯০-১৬ রিয়ার: ১৮০/৬০-১৬। সর্ব্বোচ্চ টর্ক ১৫১এন এম ৩০০০ আর পি এম। এছাড়া আলোচ্য বাইকটির হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪০৬.৪ মিলিমিটার, রিয়ারঃ ৪০৬.৪ মিলিমিটার। এছাড়া এই বাইকটির লেংথ হবে ২৬৭৬ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিলিমিটার, সিট হাইট ৬৭৩ মিলিমিটার, হুইলবেজ ১৬৬৮ মিলিমিটার, হাইট ১৪৯০ মিলিমিটার, উইডথ ১০০০ মিলিমিটার, টোটাল ওজন ৬২৮ কেজি। এছাড়া উক্ত বাইকটির ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩০০ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটারঃ ৩০০ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি ২০.৬ লিটার।
ইন্ডিয়ান রোডমাস্টার এলিট এস টি ডি বিএস৬ ওর মূল্যঃ
এই বাইকটির প্রত্যাশিত মূল্য ভারতীয় রুপী অনুযায়ী ৪৮.০০ লক্ষ রুপী। এই বাইকটির সাথে দেওয়া হচ্ছে ২ বছরের ওয়ারেন্টি এবং আনলিমিটেড মাইল থাকছে ২ বছরের মধ্যে।