সম্প্রতি লঞ্চ হয়ে গেল অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ভি ৮ কার এর। এবং এই কারটির লুকিং তুলনাহীন। ডিজেল এর দ্বারা চলবে এই কারটি। গুনে মানে এবং প্রযুক্তিতে এটি তুলনাহীন।
চলুন কথা না বাড়িয়ে আলোচনা করে আসি উক্ত কারটির স্পেসিফিকেশনঃ
অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ভি ৮ তে দেওয়া হয়েছে ৪.০ লিটার ভি এফ টুইন টার্বো ইঞ্জিন এবং ইঞ্জিনটি ৩৯৮২ সি সি এর। ডিজেল এর মাধ্যমে চলবে কারটি এছাড়া এটির সর্ব্বোচ্চ টর্ক হবে ৭০০ এন এম@ ২২০০-৫০০০, সর্ব্বোচ্চ পাওয়ারঃ ৫৪২ বিএইচপি @৬৫০০ আর পি এম। এমিসন নর্ম কমপ্লায়েন্সঃ বিএস ভি আই, গিয়ার বক্সঃ ৭ এটি, আরো থাকবে অটোমেটিক ট্রান্সমিশন। উক্ত কারটির ওজন হবে ২২৪৫কেজি। সিটিং ক্যাপাসিটি ৫ জন, ফুয়েল ক্যাপাসিটি ৮৫ লিটার, বুট স্পেস ৬৩২ লিটার, মিনিমাম টারনিং রেডিয়াস ১২.৪ মিটার। দেখাই যাচ্ছে কত সুন্দর কনফিগার এবং প্রযুক্তি দেওয়া হয়েছে এই কারটিতে। আমার বেশ ভাল লেগেছে এই কারটি।
অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ভি ৮ এর মূল্য দেওয়া হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী হবে ৩.৮২ কোটি রুপি যার বাংলাদেশী মূল্য ৪,৪৩,০৫৪৮০ টাকা।